Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জমি নিয়ে সংঘর্ষে নারী ইউপি সদস্য গুলিবিদ্ধ, আহত ১০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ মার্চ ২০২২ ২০:০৮

নারায়ণগঞ্জ: জেলার সদর উপজেলার সৈয়দপুর এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে নারী ইউপি সদস্য নিলুফা বেগম গুলিবিদ্ধ হ‌য়ে‌ছেন। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

গুলিবিদ্ধ ও আহতদের উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক গুলিবিদ্ধ ইউপি সদস্যকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে প্রেরণ করেন। মঙ্গলবার (১৫ মার্চ) দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

এলাকাবাসী সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধ নিয়ে আব্দুল জলিল ও তার ছেলে রানার সঙ্গে সাবেক ইউপি সদস্য নূর হোসেনের দ্বন্দ্ব চলে আসছিল। সেই দ্বন্দ্বের জেরে ইউপি সদস্য নিলুফার বাড়িতে সালিশি বৈঠকে দু’পক্ষের কথা কাটাকাটি ও বিবাদ সৃষ্টি হয়। এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নিলুফা ঝগড়া থামাতে গেলে তার পায়ে গুলি লাগে। আহত হয় আরও ১০ জন।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, পরিস্থিতি এখন শান্ত। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সারাবাংলা/এনএস

জমি নিয়ে সংঘর্ষ নারায়ণগঞ্জ নারী ইউপি সদস্য গুলিবিদ্ধ