‘বিএনপির সামনে তেমন কেউ নেই— তাই উল্টাপাল্টা বলছে’
১৫ মার্চ ২০২২ ১৯:৪৮ | আপডেট: ১৫ মার্চ ২০২২ ২২:৩৮
ঢাকা: নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির সংলাপে বিএনপির অংশ না নেওয়ার দিকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বিএনপির সামনে তো তেমন কেউ নেই; তাই এটা সেটা, উল্টাপাল্টা বলে যাচ্ছে। তারা বলেই যাবে। তারা ক্ষমতায় গেলে কে তাদের প্রধানমন্ত্রী হবে বা কে নেতৃত্ব দেবে?’
মঙ্গলবার (১৫ মার্চ) গণভবনে কেন্দ্রীয় ১৪ দলের সভার সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, ‘আপনাদের ধন্যবাদ জানাই, রাষ্ট্রপতি যখন ডায়লগে ডাকলেন, তখন আমরা সবাই গেলাম। হ্যাঁ, বিএনপি যায়নি, বিএনপি যাবে না। আর তারা আসলে যাবেই বা কেন? ক্ষমতায় গেলে কে তাদের প্রধানমন্ত্রী হবে; কে নেতৃত্ব দেবে?’
শেখ হাসিনা বলেন, ‘এক জন এতিমের টাকা খেয়ে সাজাপ্রাপ্ত আরেকজন তো সেই ১০ ট্রাক মামলা, ২১ আগস্ট গ্রেনেড হামলাসহ আরও বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত হয়ে; সেই যে পলাতক রয়েছেন। ২০০৭ সালের পর থেকে তো আর নেই।’
প্রধানমন্ত্রী বলেন, ‘আমি ডিজিটাল বাংলাদেশ করে দিয়েছি, তারা সেই সুবিধাটা নিচ্ছে।’
বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু, ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন, ফজলে হোসেন বাদশা, জাসদের হাসানুল হক ইনু, শিরিন আকতার, জেপির আনোয়ার হোসেন মঞ্জু, শেখ শহিদুল ইসলাম, সাম্যবাদী দলের দিলীপ বড়ুয়া, তরিকত ফেডারেশনের নজিবুল বশর মাইজভান্ডারী, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমানসহ কেন্দ্রীয় ১৪ দলের নেতারা।
সারাবাংলা/এনআর/একেএম