সৌদি পররাষ্ট্রমন্ত্রী ঢাকায়
১৫ মার্চ ২০২২ ১৯:২৮ | আপডেট: ১৫ মার্চ ২০২২ ২০:১০
ঢাকা: সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ ঢাকায় এসে পৌঁছেছেন। মঙ্গলবার (১৫ মার্চ) সন্ধ্যা ৬টা ৭ মিনিটে তাকে বহনকারী একটি বিশেষ ফ্লাইট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর অবতরণ করে। বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
এ সময় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দাহিলান এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জানা গেছে, সৌদি পররাষ্ট্রমন্ত্রীর এ সফরের লক্ষ্য দুই দেশের সম্পর্ককে আরও এগিয়ে নেওয়া। বুধবার সকালে বাংলাদেশ ও সৌদির পররাষ্ট্রমন্ত্রী বৈঠক করবেন। দ্বিপাক্ষিক বৈঠকটি রাজধানীর সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হবে।
সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও সাক্ষাৎ করবেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ।
সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সফরের আগে গত ২ মার্চ ঢাকায় সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান এক সংবাদ সম্মেলনে জানান, বাংলাদেশে ৭০০ কোটি মার্কিন ডলারের বেশি বিনিয়োগের পরিকল্পনা করছে তার দেশ। এছাড়াও বাংলাদেশের শ্রমবাজার নিয়ে দেশটির বিশেষ পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।
সারাবাংলা/টিএস/আইই