Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নতুন নাটক শুরু করেছে ইসি: মির্জা ফখরুল

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ মার্চ ২০২২ ১৮:০৪ | আপডেট: ১৫ মার্চ ২০২২ ১৯:৩৭

ঢাকা: আলোচনার নামে নির্বাচন কমিশন (ইসি) ‘নতুন নাটক’ শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (১৫ মার্চ) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী তাঁতী দলের উদ্যোগে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এই মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ‘ইলেকশন কমিশন একটা নতুন নাটক শুরু করেছে। এই নাটকটা হচ্ছে তারা এখন বিভিন্ন পেশার লোকজনের সঙ্গে কথা বলছেন। গত পরশু হয়েছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে আলোচনা। ৩০ জনকে জানিয়েছিল আমন্ত্রণ। এসেছেন মাত্র ১২ জন। সেখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক বলছেন যে, এই তামাশাগুলো কেন করছেন?’

‘কারণ, এই নির্বাচন কখনোই সুষ্ঠু অবাধ হবে না যদি সেখানে নিরপেক্ষ সরকার না থাকে নির্বাচনকালীন সময়ে। এটা আমার কথা নয়, এটা একজন শিক্ষকের কথা, শিক্ষাবিদের কথা। তারা খুব ভালো করেই জানেন, যেকোনো চিন্তাশীল মানুষ যারা দেশকে ভালোবাসেন তারা জানেন যে, এখন যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে, একটা জনগণের সরকার।’

বিএনপি মহাসচিব বলেন, ‘জনগনের সরকার করতে হলে অবশ্যই একটা নিরপেক্ষ সরকার করতে হবে। আর নিরপেক্ষ নির্বাচন করতে হলে নির্বাচনকালীন সময়ে একটা নিরপেক্ষ সরকার লাগবে। আওয়ামী লীগের অধীনে হবে না।’

‘আমরা যেমন চাল-ডাল নিত্যপ্রয়োজনী দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিরুদ্ধে সোচ্চার হয়েছি, হাটে-বাজারের সর্বত্র প্রতিবাদ জানাচ্ছি ঠিক তেমনিভাবে আমাদের ভোটের অধিকারকে ফিরিয়ে আনার জন্য, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করার জন্য, তার সুচিকিৎসার জন্য, আমাদের নেতা তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার জন্য, আমাদের ৩৫ লাখ নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করার জন্য, আমাদের কারাগারে বন্দি নেতাদের মুক্ত করবার জন্য আন্দোলনের কোনো বিকল্প নেই।’

বিজ্ঞাপন

সরকার মস্করা করছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, ‘চাল,ডাল,তেল,লবন,চিনি এ জিনিসগুলো দাম কোথাও এক‘শ ভাগ, কোথাও তিনশ ভাগ বেড়ে গেছে। গোটা দেশে একটা নীরব দুর্ভিক্ষ শুরু হয়েছে। আপনি যদি দেখেন আমাদের শ্রমিক ভাইয়েরা, রিকশা চালকরা যে পরটা-ভাজি খান তার দামও বেড়ে গেছে। আগে যে পরটা ছিলো ৫ টাকা, সেই পরটার দাম ১০ টাকা, যে ভাজির দাম ছিল ৫ টাকা সেটা হয়েছে ১০ টাকা। কিন্তু আয় বাড়েনি।’

তিনি বলেন, ‘এই সরকারের মন্ত্রী সাহেবরা বলছেন মানুষের আয় বেড়েছে। তারা বলে যে, মাথাপিছু আয় বেড়ে গেছে। কথাটা ঠিক না। এক হাজার কোটি টাকা আয় যার মাসে, আর ১৫ হাজার টাকা আয় যার মাসে—এটা কি সমান হলো? সরকার জনগণের সঙ্গে রসিকতা করে, মস্করা করে বলছে, জনগণের আয় বাড়ছে, জনগণ ভালো আছে। আমি বলি, এভাবে মাথাপিছু আয়ের এই শুভঙ্করের ফাঁকি দিয়ে মানুষকে বোকা বানিয়ে আপনারা (সরকার) আর কতদিন চলবেন?’

মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ সরকার যখনই ক্ষমতায় এসেছে এই দেশকে তারা দুর্ভিক্ষে ফেলেছে। ৭৪ সালে দুর্ভিক্ষ হয়েছে। আজকে একই অবস্থা পত্রিকায় দেখলাম, মা তার সন্তানকে খেতে দিতে না পারার জন্য সন্তানের মুখে বিষ তুলে নিজে মৃত্যুবরণ করছে, আত্মহত্যা করছে, গলাফাঁসি দিচ্ছে।’

সংগঠনের আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির মীর সরফত আলী সপু, আবদুস সালাম আজাদ, ডিএলের সাইফুদ্দিন আহমেদ মনি, উলামা দলের অধ্যক্ষ নজরুল ইসলাম তালুকদার, কৃষক দলের শাহজাহান সম্রাট, মহিলা দলের পারভীন আখতার, তাঁতী দলের মজিবুর রহমান, জাহাঙ্গীর আলম প্রমুখ।

সারাবাংলা/এজেড/এসএসএ

টপ নিউজ মির্জা ফখরুল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর