Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রায়ে সন্তুষ্ট আসামিপক্ষ, আপিলে যাবেন রাষ্ট্রপক্ষ

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ মার্চ ২০২২ ১৫:০১

ঢাকা: পুরান ঢাকার হোসনি দালানে বোমা হামলার মামলার রায়ে সন্তোষ প্রকাশ করেছেন আসামি পক্ষ। তবে নাখোশ রাষ্ট্রপক্ষ, তারা আপিল করবেন বলে জানিয়েছেন।

মঙ্গলবার (১৫ মার্চ) ঢাকার সন্ত্রাস দমন ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমান এ রায় ঘোষণা করেন। বোমা হামলার ঘটনায় দায়ের করা মামলার রায়ে ৮ আসামির মধ্যে ২ জনের বিভিন্ন মেয়াদের কারাদণ্ডের রায় দিয়েছেন ট্রাইব্যুনাল। এছাড়া ৬ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তারা খালাস পেয়েছেন।

বিজ্ঞাপন

মামলার তদন্ত কর্মকর্তা মারাত্মক ভুল করেছেন: বিচারক

 

রাষ্ট্রপক্ষের আইনজীবী ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু বলেন, ‘আমরা রায়ে সন্তুষ্ট না। অভিযোগ প্রমাণিত হওয়ায় দুই আসামির সাজা হয়েছে। আর অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৬ জন খালাস পেয়েছেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় কিন্তু দুই জনের সাজা হয়েছে। কাজেই পূর্ণাঙ্গ রায় পাওয়ার দেখে-শুনে আমরা আপিল করবো।’

অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী ফারুক আহামেদ বলেন, ‘এই রায়ে আমরা সন্তুষ্ট। তবে দুই আসামির সাজা না হয়ে খালাস পেলে আরও খুশি হতাম।’

আরও পড়ুন: তাজিয়া মিছিলে বোমা হামলা: দু’জনের কারাদণ্ড, ৬ জন খালাস

সারাবাংলা/এআই/এমও

আসামিপক্ষ কারাদণ্ড খালাস তাজিয়া মিছিল বোমা হামলা রাষ্ট্রপক্ষ হোসনি দালান