Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিজ বাড়িতে পৌঁছেছে হাদিসুরের মরদেহ, স্বজনদের আহাজারি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ মার্চ ২০২২ ২২:৫৪ | আপডেট: ১৫ মার্চ ২০২২ ১০:৫৫

বরগুনা: ইউক্রেনের অলভিয়া বন্দরে আটকে থাকা বাংলাদেশি জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’তে রকেট হামলায় নিহত নৌ প্রকৌশলী হাদিসুর রহমানের মরদেহ গ্রামের বাড়ি বরগুনার বেতাগী উপজেলার কদমতলা গ্রামে পৌঁছেছে। সোমবার (১৪ মার্চ) রাত ১০টায় স্বজনরা তার মরদেহ নিয়ে গ্রামের বাড়িতে পৌঁছায়।

এরপর সেখানে হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। বিশেষ করে তা মা রাশিদা বেগম এবং বাবা আব্দুর রাজ্জাক ও ভাই তরিকুল ইসলাম মরদেহ দেখে বার মুর্ছা যাচ্ছিলেন।

বিজ্ঞাপন

নিহতের হাদিসুরের চাচা ও বেতাগী উপজেলা পরিষদের চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান জানান, এখন হাদিসুরের মরদেহ দাফনের প্রস্তুতি চলছে। আগামীকাল মঙ্গলবার সকাল ১০টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাদা-দাদির কবরের পাশে তাকে দাফন করা হবে।

হাদিসুরের মরদেহ ঢাকায়
তুষারপাতে ফ্লাইট বাতিল, হাদিসুরের লাশ পৌঁছাতে বিলম্ব

সোমবার দুপুর ১২টা ২০ মিনিটে তুর্কি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হাদিসুরের মরদেহ হযরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছায়। লাশ গ্রহণ করেন হাদিসুরের ছোট ভাই গোলাম মাওলা প্রিন্স। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে দুপুর ১টার দিকে মরদেহ নিয়ে হাদিসুরের গ্রামের বাড়ি বরগুনার বেতাগী উপজেলার উদ্দেশে রওনা হন তার স্বজনরা।

৩ ভাই ও ১ বোনের মধ্যে হাদিসুর রহমান ছিলেন দ্বিতীয়। বাবা আব্দুর রাজ্জাক অবসরপ্রাপ্ত মাদরাসা শিক্ষক, মা রাশিদা বেগম গৃহিণী। বড় বোন সানজিদা আক্তার পেশায় নার্স। ছোট ভাই গোলাম মাওলা প্রিন্স ঢাকায় লেখাপড়া করেন। মেঝো ভাই তরিকুল ইসলাম থাকেন পটুয়াখালীতে।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরু হওয়ার পর অলভিয়া বন্দরে আটকে পড়ে বাংলাদেশি জাহাজ এমভি বাংলার সমৃদ্ধি। সেখানে নোঙর করা অবস্থায় গত ২ মার্চ জাহাজটি রকেট হামলার শিকার হয়। ওই হামলায় প্রাণ হারায় জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার মো. হাদিসুর রহমান।

বিজ্ঞাপন

আরও পড়ুন: 

ছেলেকে হারিয়ে পাগলপ্রায় হাদিসুরের মা-বাবা

এখনই আসছে না হাদিসুরের মরদেহ: পররাষ্ট্রমন্ত্রী

তুষারপাতে ফ্লাইট বাতিল, হাদিসুরের লাশ পৌঁছাতে বিলম্ব

হাদিসুরের ভাইয়ের আহাজারি— আমার পড়ালেখার খরচ কে চালাবে?

সারাবাংলা/এমও

এমভি বাংলার সমৃদ্ধি নাবিক হাদিসুর হাদিসুর রহমান হাদিসুরের লাশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর