Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোবিপ্রবিতে প্রথমবর্ষের ক্লাস শুরু ২৮ মার্চ

নোবিপ্রবি করেসপন্ডেন্ট
১৪ মার্চ ২০২২ ২০:৫৬

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষা বর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস আগামী ২৮ মার্চ থেকে শুরু হবে। সোমবার (১৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অ. দা.) মোহাম্মদ জসীম উদ্দিনের সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সন্মান) শ্রেণির ক্লাস শুরু হবে আগামী ২৮ মার্চ।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ক্লাস শুরুর ১৫ কার্যদিবসের মধ্যে (১৯ এপ্রিল) যারা উপস্থিত হতে ব্যর্থ হবে, শিক্ষা অধ্যাদেশ অনুযায়ী তাদের ভর্তি বাতিল হবে। যারা উল্লেখিত সময়ের মধ্যে উপস্থিত হতে ব্যর্থ হবে তাদের তালিকা স্ব স্ব বিভাগের পরিচালক বা চেয়ারম্যানবৃন্দ আগামী ২১ এপ্রিলের মধ্যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর প্রেরণ করবেন।

সারাবাংলা/এএম

নোবিপ্রবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর