Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শামুক কুড়াতে গিয়ে তরুণীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ মার্চ ২০২২ ২০:১০

রাঙ্গামাটি: বাঘাইছড়ি উপজেলার কাচালং নদীতে শামুক কুড়াতে গিয়ে পানিতে ডুবে রূপসী চাকমা (২৭) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। সোমবার দুপুর ৩টার দিকে বাঘাইছড়ি পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের পদ্যপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরিফুল ইসলাম এ খবর নিশ্চিত করেছেন।

মৃত তরুণীর পিতা রাজা কুমার চাকমা বলেন, আমার মেয়ে দুই সহপাঠীর সঙ্গে কাচালং নদীর পাড়ে শামুক কুড়িয়ে ফেরার পথে পা পিছলে নদীতে পড়ে তলিয়ে যায়। পরে স্থানীয়রা জাল ও নৌকার সাহায্যে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে মৃত অবস্থায় তাকে উদ্ধার করে।

উদ্ধার কাজে অংশ নেওয়া অমর জীবন চাকমা ও আজগর আলী অভিযোগ করেন, নদীতে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের ফলে নদীতে বড় বড় খাদ তৈরি হয়েছে। তাই খাদে পড়ে রূপসী চাকমা নদীতে তলিয়ে যায়।

বাঘাইছড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইমাম বলেন, রূপসী চাকমার বাবার লিখিত আবেদনের প্রেক্ষিতে মানবিক বিবেচনায় ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়।

সারাবাংলা/এএম

রাঙ্গামাটি শামুক কুড়াতে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর