Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পলিথিন বন্ধে ২৫ মার্চ পর্যন্ত সময় দিলেন চসিক মেয়র

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ মার্চ ২০২২ ১৯:২৬

পলিথিন বন্ধে নগরীর রিয়াজউদ্দিন বাজারে প্রচারপত্র বিলি করেন মেয়র রেজাউল করিম চৌধুরী।

চট্টগ্রাম ব্যুরো: নগরীর সব বাজারকে পলিথিনমুক্ত করতে ফের ২৫ মার্চ পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র রেজাউল করিম চৌধুরী। এরপর চট বা কাপড়ের ব্যাগ ছাড়া কোনো দোকানে পলিথিন পাওয়া গেলে আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

এর আগে, মেয়র পলিথিনের ব্যবহার বন্ধে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন। তবে এরপরও পলিথিনের ব্যবহার অব্যাহত থাকলেও সিটি করপোরেশনের পক্ষ থেকে তেমন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। মেয়র জানিয়েছেন, ব্যবসায়ীদের অনুরোধ পলিথিন বিরোধী অভিযান শুরুর সময়সীমা বাড়ানো হয়েছিল।

বিজ্ঞাপন

পলিথিনের ব্যবহার বন্ধে সোমবার (১৪ মার্চ) সকালে মেয়র রেজাউল করিম চৌধুরী নগরীর রিয়াজউদ্দিন বাজারে প্রচারপত্র বিলি করেন।

এসময় এক পথসভায় বিক্রেতাদের উদ্দেশে মেয়র বলেন, ‘পলিথিন ব্যবহার বন্ধের বিষয়টি বারবার বলার পরও নগরবাসী আমলে নিচ্ছে না। আমরা কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছিলাম। কিন্তু ব্যবসায়ীদের আবেদনের প্রেক্ষিতে সময় দিয়েছি। এখন শেষবারের মতো সময় বেঁধে দিচ্ছি। পলিথিন যাদের আছে ২৫মার্চের মধ্যে সরিয়ে নিতে হবে। বিকল্প হিসেবে চটের বা কাপড়ের ব্যাগ ব্যবহার করতে হবে। এরপর যাদের কাছে পলিথিন পাওয়া যাবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এ সময় চসিকের কাউন্সিলর আবদুস সালাম মাসুম, শৈবাল দাশ সুমন এবং নীলু নাগসহ মেয়রের সঙ্গে ছিলেন।

সারাবাংলা/আরডি/এনএস

চট্টগ্রাম সিটি করপোরেশন পলিথিন বন্ধ রেজাউল করিম চৌধুরী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর