Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুপ্রিম কোর্ট বারের নির্বাচন নিয়ে রিট ৩ এপ্রিল পর্যন্ত মুলতবি

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ মার্চ ২০২২ ১৮:২৪ | আপডেট: ১৪ মার্চ ২০২২ ১৮:২৫

ঢাকা: আগামী ১৫ ও ১৬ মার্চ অনুষ্ঠিতব্য সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার) নির্বাচন স্থগিত চেয়ে করা রিট আগামী ৩ এপ্রিল পর্যন্ত মুলতবি করেছেন হাইকোর্ট। ফলে আগামী ১৫ ও ১৬ মার্চ (মঙ্গল ও বুধবার) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন যথা সময়েই অনুষ্ঠিত হবে।

সোমবার (১৪ মার্চ) বিচারপতি ফারাহ মাহবুব এবং এস. এম. মনিরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে ছিলেন আইনজীবী শাহ আহমদ বাদল। আদেশের বিষয়টি তিনি সারাবাংলাকে নিশ্চিত করেছেন। তিনি জানান, আদালত সুপ্রিম কোর্ট বার নির্বাচন স্থগিত না করে এ বিষয়ে শুনানি জন্য রিট আবেদনটি আগামী ৩ এপ্রিল পর্যন্ত মুলতবি করেছেন।

এর আগে, সোমবার সকালে আইনজীবী শাহ আহমদ বাদল এ রিট দায়ের করেন। রিটে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি, নির্বাচন পরিচালনার সাব-কমিটি, বার কাউন্সিলসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়।

আগামীকাল মঙ্গলবার (১৫ মার্চ) ও বুধবার (১৬ মার্চ) অনুষ্ঠিতব্য এই নির্বাচনের সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। জ্যেষ্ঠ আইনজীবী এ ওয়াই মশিউজ্জামানকে আহ্বায়ক করে নির্বাচন পরিচালনা সাব কমিটি গঠন করা হয়েছে।

গত ২৩ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২২-২০২৩ সালের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক রুহুল কুদ্দুস কাজল সমিতির গঠনতন্ত্রের ১৪ (১) অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচনি তফসিল ঘোষণা করেন।

তফসিল অনুযায়ী, আগামী ১৫ ও ১৬ মার্চ, ২০২২ (মঙ্গলবার ও বুধবার) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২২-২৩ কার্যকরী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/কেআইএফ/পিটিএম

১৫ ফেব্রুয়ারির নির্বাচন টপ নিউজ মুলতবি সুপ্রিম কোর্ট বার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর