ঝিনাইদহের মহেশপুরে ট্রাকসহ ৬ ডাকাত গ্রেফতার
১৪ মার্চ ২০২২ ১৮:০৮
ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর উপজেলার জলিলপুর বাজার থেকে ডাকাতির প্রস্তুতিকালে ট্রাকসহ ৬ জন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৪ মার্চ) ভোররাতে তাদের গ্রেফতার করা হয়। আটকরা হলো- সম্রাট হোসেন (৩০), মনা ওরফে মুন্না (৩১), রাসেল শেখ (২৪), মুন্না খান (২৪), আলামীন হোসেন (২৪) ও সাহমত মাতুব্বর (৩৫)। তাদের বাড়ি ভোলা ও খুলনা জেলার ফুলতলা এলাকায়।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পান মহেশপুরের জলিলপুর বাজারে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে মহেশপুর থানা পুলিশের একটি টহল দল সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। জব্দ করা হয় একটি ট্রাক ও ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম।
গ্রেফতারকৃতদের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করে আদালতে পাঠিয়েছে পুলিশ।
সারাবাংলা/এমও