Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নড়াইলে মাদক মামলায় তিন জনের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ মার্চ ২০২২ ১৭:৩৯

নড়াইল: নড়াইলে মাদক মামলায় তিন জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১৪ মার্চ) বেলা ১১টায় দায়রা জজ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ আদেশ দেন। এসময় আসামিদের ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত।

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এমদাদুল ইসলাম ইমদাদ। দণ্ডপ্রাপ্তরা হলেন- যশোরের বাঘারপাড়ার কিসমত মাহমুদপুরের মো. ফয়সাল হোসেন, সাব্বির হোসেন মোল্লা (পলাতক) এবং সুমন হোসেন মোল্লা।

বিজ্ঞাপন

গোয়েন্দা পুলিশের এসআই রেজাউল করিমের নেতৃত্বে নড়াইল পৌরসভার যশোর-নড়াইল সড়কের মুলিয়া মোড়ের পিয়ারী বটতলায় গত ২৮ জুন ২০১৫ একটি মোটর সাইকেল থেকে ৪৫ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে। পরে এ ঘটনায় থানায় মাদক উদ্ধারের মামলা দায়ের করা হয়।

সারাবাংলা/এমও

নড়াইল মাদক মামলা যাবজ্জীবন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর