Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘রাশিয়াকে সাহায্য করলে ভয়াবহ পরিণতি’

আন্তর্জাতিক ডেস্ক
১৪ মার্চ ২০২২ ১৪:৪৬

ইউক্রেনে চলমান রুশ আগ্রাসনের জবাবে রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞার ব্যাপারে তাদেরকে কোনো ধরনের সাহায্য করলে এর পরিণতি ভয়াবহ হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান।

সোমবার (১৪ মার্চ) ইতালির রোমে চীনের শীর্ষ কূটনীতিক ইয়াং জিচির সঙ্গে সাক্ষাতকালে তিনি তাকে এই সতর্কবার্তা দেন।

গোয়েন্দা সূত্রের বরাতে জানা গেছে, রাশিয়া আগ্রাসনের শুরু থেকেই চীনা সরঞ্জামের জন্য অনুরোধ করে আসছে। তবে ওই কর্মকর্তারা রাশিয়া কী ধরনের সরঞ্জাম চাইছে তা উল্লেখ করতে অস্বীকার করেন। নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনেও মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে দাবি করা হয়েছে যে, রাশিয়া নিষেধাজ্ঞার প্রভাব প্রশমিত করতে চীনের কাছে অর্থনৈতিক সহায়তাও চাইছে।

মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান ওয়াশিংটনের উদ্বেগগুলি চীনের শীর্ষ কূটনীতিক ইয়াং জিচির কাছে পরিষ্কার করার চেষ্টা করেছেন। তিনি বলেছেন, রাশিয়ার প্রতি চীনের সমর্থন বাড়ালে বিশ্বব্যাপী চীনকে ব্যাপক সমস্যার মুখোমুখি হতে হবে।

সারাবাংলা/একেএম

ইউক্রেন যুদ্ধ টপ নিউজ রাশিয়া-ইউক্রেন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর