অশুভ শক্তি ঠেকাতে হবে ঐক্যবদ্ধভাবে: প্রধানমন্ত্রী
১৪ এপ্রিল ২০১৮ ১২:৩২ | আপডেট: ২২ অক্টোবর ২০১৮ ১৬:৫৩
।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।
ঢাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে যাতে আর কোন অশুভ শক্তি ক্ষমতায় না আসতে পারে, সে জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
শনিবার (১৪ এপ্রিল) দুপুরে গণভবনে জনসাধারণের সঙ্গে বাংলা নতুন বছরের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, নববর্ষে আমি এইটুকুই চাই। যারা আমাদের নিজেদের অস্তিত্বের উপর আঘাত করবে, যারা আমাদের ঐতিহ্য, ভাষা, সংষ্কৃতির উপর আঘাত করবে, এই অশুভ শক্তি আর যেন আমাদের দেশের ক্ষমতায় আসতে না পারে। সেই জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
নববর্ষকে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের উৎসব হিসেবে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘এই উৎসব ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে একাত্ম হয়ে উদযাপন করে থাকেন। সে কারণে আমরা গত বছর থেকে পহেলা বৈশাখ, আমাদের বাংলা নববর্ষ উদযাপনের একটা ভাতার ব্যবস্থা করে দিয়েছি।
সারাবাংলা/এনআর/এমআইএস