চীনের সাহায্য চায় রাশিয়া
১৪ মার্চ ২০২২ ০৯:৪০ | আপডেট: ১৪ মার্চ ২০২২ ১১:৪৬
ইউক্রেনে যুদ্ধ শুরুর পর চীনের কাছে সামরিক এবং অর্থনৈতিক সহায়তা চেয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মার্কিন কর্মকর্তাদের বরাতে এ খবর জানিয়েছে দ্য নিউইয়র্ক টাইমস।
ওই মার্কিন কর্মকর্তারা বলছেন, ইউক্রেনে আগ্রাসন চালাতে রাশিয়ার যেমন অস্ত্র দরকার, তেমনি সামগ্রিক অর্থনৈতিক নিষেধাজ্ঞা থেকে বেরিয়ে আসতে তাদের দরকার চীনের অর্থ সহায়তা।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা রাশিয়ার অস্ত্র এবং অর্থ সাহায্য চাওয়ার ব্যাপারে নিশ্চিত হয়েছেন বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক ওই মার্কিন কর্মকর্তারা।
এদিকে, ইউক্রেন যুদ্ধের শুরু থেকেই রাশিয়ার সমর্থন করছে চীন। যুক্তরাষ্ট্র চীনের ওপর নজর রাখছে। যদি চীন রাশিয়াকে ইউক্রেন আক্রমণের জন্য কোনো ধরনের সহায়তা করে তবে তাদের সঙ্গে মার্কিন প্রশাসন সকল সম্পর্ক ছিন্ন করবে।
এ ব্যাপারে সোমবার (১৪ মার্চ) রোমে মার্কিন এবং চীনা প্রতিনিধির মধ্যে ইতালির রোমে একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সারাবাংলা/একেএম