Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পূর্ব শত্রুতার জেরে আ.লীগ কর্মীকে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ মার্চ ২০২২ ২৩:০৫

ঝিনাইদহ: ঝিনাইদহের চরখাজুরা গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে আবুল হোসেন (৪৫) নামের এক আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। রোববার বিকাল ৩টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত আবুল খাজুরা পশ্চিম পাড়া এলাকার সালামত মন্ডলের ছেলে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, বিকালে শহর থেকে বাড়ি ফিরছিল আবুল হোসেন। সেসময় খাজুরা পশ্চিম পাড়া মোড়ে পৌঁছালে প্রতিপক্ষ মনোয়ার হোসেন গ্রুপের কয়েকজন ব্যক্তি তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতারে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

২০২০ সালে এই গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে একটি হত্যাকাণ্ড ঘটেছিল। সেই ঘটনার জেরেই আজকের হত্যা বলে প্রাথমিক ভাবে জেনেছি। আসামিদের ধরতে অভিযান চলছে বলেও জানিয়েছেন ওসি।

সারাবাংলা/এমও

আ.লীগ কর্মী কুপিয়ে হত্যা ঝিনাইদহ পূর্ব শত্রুতা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর