Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সোনাইমুড়িতে বাসচাপায় বিক্রয় কর্মীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ মার্চ ২০২২ ২২:১৬

নোয়াখালী: সোনাইমুড়ীতে যাত্রীবাহী উপকূল এক্সেক্লুসিভ পরিবহনের চাপায় এক বিক্রয় কর্মী নিহত হয়েছেন।

রোববার (১৩ মার্চ) সন্ধ্যায় বেগমগঞ্জ- কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বজরাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে সোনাইমুড়ী থানা পুলিশ ও চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

নিহত বিক্রয় কর্মীর নাম মো. ইউছুফ (৩৬)। তিনি সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সাকিরপুর গ্রামের বাসিন্দা এবং একটি বেকারির বিক্রয় কর্মী হিসেবে কাজ করতেন।

ঘটনাস্থল পরিদর্শনকারী সোনাইমুড়ী থানার উপপুলিশ পরিদর্শক (এএসআই) সাজ্জাদ হোসেন বলেন, ‘নিহত ইউসুফ একটি বিস্কুট কোম্পানির বিক্রয় কর্মী ছিলেন। সন্ধ্যায় বজরা-ইসলামগঞ্জ বাজারে বিভিন্ন দোকানে বিস্কুট সরবরাহ করে সড়ক পার হওয়ার সময় কুমিল্লা থেকে ছেড়ে আসা উপকূল এক্সক্লুসিভের একটি বাস ইউসুফকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয় লোকজন আফানিয়া এলাকায় সড়ক অবরোধ করে ঘাতক বাসটি আটক করে। এসময় কৌশলে চালক ও হেলপার পালিয়ে যায়।’

তিনি আরও জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তীতে এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

সারাবাংলা/এমও

নোয়াখালী বাসচাপা বিক্রয় কর্মীর মৃত্যু সোনাইমুড়ি

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর