Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইরাকে মার্কিন ঘাঁটিতে হামলার দায় স্বীকার করেছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক
১৩ মার্চ ২০২২ ২০:৫৭ | আপডেট: ১৪ মার্চ ২০২২ ০৯:৫৮

ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলে মার্কিন ঘাঁটিতে হামলার দায় শিকার করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। রোববার (১৩ মার্চ) এক বিবৃতিতে আইআরজিসি হামলার দায় শিকার করে ইসরাইলকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে।

আইআরজিসির বিবৃতিতে বলা হয়েছে, ইসলামিক বিপ্লবী গার্ড শক্তিশালী নির্ভুল ক্ষেপণাস্ত্র দ্বারা ইহুদিবাদীদের ষড়যন্ত্র এবং দুর্বৃত্তদের কৌশলগত কেন্দ্রকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। নিখুঁতভাবে হামলা চালিয়ে ইহুদিবাদী সরকারের সাম্প্রতিক অপরাধমূলক তৎপরতার জবাব দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

ওই সামরিক ঘাঁটিতে ইসরাইলের গোয়েন্দা বাহিনী মোসান তৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ আইআরজিসির।

গত সোমবার সিরিয়ার রাজধানী দামেস্কের পার্শ্ববর্তী এলাকায় ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলায় আইআরজিস্যার দুইজন কর্নেল প্রাণ হারান। কুর্দিস্তানের মার্কিন সামরিক ঘাঁটিতে মিসাইল হামলা সিরিয়ায় ইসরাইলি মিসাইল হামলার প্রতিশোধ বলেও ইঙ্গিত দিয়েছে আইআরজিসি।

ইরাকের আধা স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে রোববার অন্তত ১২টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে আইআরজিসি। তবে এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সারাবাংলা/আইই

ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর