তাঁতপণ্যের প্রসারে নতুন নতুন ডিজাইন উদ্ভাবন: বস্ত্র ও পাটমন্ত্রী
১৩ মার্চ ২০২২ ১৯:৩৭ | আপডেট: ১৩ মার্চ ২০২২ ১৯:৪৬
ঢাকা: বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বীরপ্রতীক, এমপি বলেছেন, দেশে ও বিদেশে তাঁতজাত পণ্যের প্রসারে সরকার নতুন নতুন ডিজাইন উদ্ভাবনে কাজ করছে। এ জন্য দেশের তাঁতসমৃদ্ধ অঞ্চলসমূহে ফ্যাশন ডিজাইন ও প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপন করা হচ্ছে।
রোববার (১৩ মার্চ) সন্ধ্যায় ঢাকার বিটিএমসি ভবনের নিচতলায় দুই মাসব্যাপী তাঁতবস্ত্র প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্র পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘তাঁত শিল্পের উন্নয়ন ও তাঁতিদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নের জন্য ঋণ বিতরণ কার্যক্রম চলমান রেখেছে সরকার।’
তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে রূপকল্প-২০৪১ সমানে রেখে সরকার তাঁত ও বস্ত্রখাতে নতুন নতুন উদ্ভাবনকে কাজে লাগিয়ে এ খাতকে আধুনিকায়নের উদ্যোগ গ্রহণ করছে। দেশে বিনিয়োগের সুযোগ সম্প্রসারণ, দক্ষ মানব সম্পদ সৃষ্টি, কর্মংস্থানের সুযোগ সৃষ্টি এবং রফতানি বৃদ্ধিতে বস্ত্র ও পাট মন্ত্রণালয় নিরলসভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে।’
তিনি আরও বলেন, ‘আগে তাঁত শিল্পের কাপড় কিনতে সবাই ভারত যেতো। এখন আর ভারত যেতে হয় না। আমার মনে হয় ঈদের সময় কেউ আর ভারতের কোলকাতা যাবে না। সাধারণ এবং গরিবদের জন্য এত সুন্দর তাঁত কারিগররা বুনছে সেটি অকল্পনীয়, এক কথায় আমি অভিভূত। তিনশ থেকে পাঁচশ টাকায় শাড়ি পাওয়া যায় এটি কল্পনাতীত। আগে আটশ টাকায় শাড়ি পাওয়া যেত না। আমাদের তাঁতশিল্প অনেক এগিয়ে গিয়েছে। আমরা নিজেরা সুতা থেকে সবকিছু তৈরি করছি।’
নিম্নবিত্তের জন্য তাঁতশিল্প অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে জানিয়ে মন্ত্রী আরও বলেন, ‘নিম্নবিত্তের মানুষদের জন্য এই শিল্প বেশ কাজ করছে। ৬০-৭০ শতাংশ নিম্নবিত্তের জন্য এই শিল্প কাজ করে। ধনীদের জন্য বড় মার্কেট থাকলেও গরিবদের হয়ত সেই সামর্থ্য নেই। বহিঃবিশ্বে তাঁতশিল্প রফতানি করা হবে। আমাদের তাঁতের অনেক ধরনের কাপড় বিদেশে যায়। আমরা সেটা নিয়েও কাজ করছি।’
এ সময় উপস্থিত ছিলেন তাঁত বোর্ডের চেয়ারম্যান মো. রেজাউল করিম, বিটিএমসি’র চেয়ারম্যান ব্রিগেডিয়ার জাকির হোসেনসহ বস্ত্র ও পাট মন্ত্রণালয় ও তাঁতবোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সারাবাংলা/এসজে/একে