Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইউক্রেনের সামরিক ঘাঁটিতে রুশ হামলা, নিহত ৩৫

আন্তর্জাতিক ডেস্ক
১৩ মার্চ ২০২২ ১৯:৪০ | আপডেট: ১৩ মার্চ ২০২২ ২২:৩৮

ইউক্রেন-পোল্যান্ড সীমান্তবর্তী একটি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে কমপক্ষে ৩৫ জন নিহত হয়েছেন, এছাড়া আহত হয়েছেন আরও প্রায় ১৩৪ জন।

লাভিভের আঞ্চলিক গভর্নর মাকসিম কজিটস্কাই বলেন, ওই সামরিক ঘাঁটি লক্ষ্য করে রুশ বিমানবহর কমপক্ষে ৩০টি ক্ষেপণাস্ত্র ছুঁড়ে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে কয়েকটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করে দেওয়া সম্ভব হলেও বেশ কয়েকটি সামরিক ঘাঁটিতে আঘাত হানে। এতে সামরিক ঘাঁটিতে উপস্থিত ৩৫ জন প্রাণ হারিয়েছেন।

বিজ্ঞাপন

প্রায় ৩৯০ বর্গ কিলোমিটার আয়তনের এই সামরিক ঘাঁটিতে অতীতে বিদেশি সামরিক প্রশিক্ষকরা ইউক্রেনীয় সেনাদের প্রশিক্ষণ দিতেন। তবে এক ন্যাটো কর্মকর্তা জানিয়েছেন, বর্তমানে ওই ঘাঁটিতে তাদের সদস্য দেশগুলোর কোনো ব্যক্তি উপস্থিত নেই।

সামরিক ঘাঁটিটি ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় শহর লাভিভ থেকে প্রায় ৬০ কিলোমিটার এবং ন্যাটো সদস্য পোল্যান্ড সীমান্ত থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে অবস্থিত। ইউক্রেনের পশ্চিমাঞ্চলে এটি সবচেয়ে বড় সামরিক ঘাঁটি। এতে প্রায় ১৮০০ জন লোকের বসবাসের ব্যবস্থা রয়েছে। তবে রুশ ক্ষেপণাস্ত্র হামলার সময় কতজন উপস্থিত ছিলেন তা জানা যায়নি।

সারাবাংলা/আইই

ইউক্রেন রাশিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর