Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মনে রাখতে হবে বাংলাদেশে ষড়যন্ত্র চলছে: নানক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ মার্চ ২০২২ ১৯:১২ | আপডেট: ১৩ মার্চ ২০২২ ২১:৪৬

সুনামগঞ্জ: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ‘একটি চক্র বাংলাদেশ দ্রব্যের দাম বাড়িয়ে দিয়েছে। দেশে কৃত্রিম সংকট তৈরি করেছে। এই চক্র থেকে আমাদের সবাইকে সর্তক থাকতে হবে। মনে রাখতে হবে বাংলাদেশে ষড়যন্ত্র চলছে।’

রোববার (১৩ মার্চ) সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে দিনব্যাপী সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভায় তিনি এসব কথা বলেন। ভুলে গেলে চলবে না, সামনে নির্বাচন যদি আওয়ামী লীগ সরকার ক্ষমতায় না আসতে পারে তাহলে সেই অতীতের মতো বাংলাদেশ দুর্যোগ নেমে আসবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

বিজ্ঞাপন

নানক বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আওয়ামী লীগের সব নেতাকর্মীদের রিপোর্ট আছে। সেই রিপোর্ট অনুযায়ী আগামী নির্বাচনে মনোনয়ন দেওয়া হবে।’

প্রধানমন্ত্রী হাওর এলাকার মানুষকে খুব ভালবাসেন: পরিকল্পনামন্ত্রী

 

সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, ‘করোনার দুই বছর পর বিশ্ব বাজার এখনও ঠিক করে মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি। এরইমধ্যে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের ঢেউ বাংলাদেশে লেগেছে। আর সেই সুযোগে একটা সিন্ডিকেট চক্র বাজারকে অস্থির করে তুলেছে। যারাই বাজারে দ্রব্যমূল্য নিয়ে সিন্ডিকেট করছে, তাদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসা হবে।’

তিনি আরও বলেন, ‘বিএনপি-জামাতের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে ভাসছে।’

প্রতিনিধি সভায় বক্তব্য রাখেন- পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, প্রেসিডিয়াম সদস্য আজিজুস সামাদ ডন, সুনামগঞ্জ-৫ আসনের সাংসদ মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ-১ আসনের সাংসদ মোয়াজ্জেম হোসেন রতন, সিলেট-সুনামগঞ্জ সংরক্ষিত আসনের সাংসদ শামিমা শাহরিয়ার, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি নুরুল হুদা মুকুট, সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এ এনামুল কবির ইমনসহ অন্যরা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

নানক ষড়যন্ত্র

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর