Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাইবান্ধায় যুবদলের মিছিলে পুলিশের লাঠিচার্জে আহত ২০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ মার্চ ২০২২ ১৮:২৬

গাইবান্ধা: জেলা যুবদলের মিছিলে পুলিশি হামলা ও লাঠিচার্জের ঘটনা ঘটেছে। এতে যুবদলের অন্তত ২০ জন আহত হয়েছেন। পরে পুলিশের বাধার মুখে বিএনপি কার্যালয়ের সামনে তারা সমাবেশ করেন।

নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমানো ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে জেলা যুবদল রোববার (১৩ মার্চ) দুপুরে বিএনপির কার্যালয় চত্বরে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।

এসময় বিএনপির নেতাকর্মীরা মিছিল নিয়ে শহরের সড়কে যাওয়ার চেষ্টা করলে পুলিশি বাধার মুখে পড়ে। পুলিশ মিছিলে লাঠিচার্জ করে। এতে যুবদলের অন্তত ৫০ নেতাকর্মী আহত হয়।

সভায় বক্তব্য রাখেন- যুবদলের নেতা এস এম মিজানুর রহমান, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল, জেলা যুবদলের শফিকুল ইসলাম লিখন, রাগিব হাসান চৌধুরীসহ অন্যরা।

সারাবাংলা/এমও

গাইবান্ধা পুলিশের লাঠিচার্জ যুবদলের মিছিল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর