একাদশে ভর্তির জন্য পঞ্চম ধাপের আবেদন শুরু ১৫ মার্চ
১৩ মার্চ ২০২২ ১৭:৩৬ | আপডেট: ১৩ মার্চ ২০২২ ১৯:৪১
ঢাকা: ২০২১-২২ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে এখনও যারা ভর্তি হতে পরেননি, তাদের জন্য পঞ্চম ধাপে ভর্তির অনলাইন আবেদন শুরু হবে ১৫ মার্চ থেকে। আগামী ২২ মার্চ পর্যন্ত শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
ভর্তির জন্য বোর্ডের পক্ষ থেকে যে নতুন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৭ মার্চ ভর্তির সার্ভার বন্ধ থাকবে। এর বাইরে নির্দিষ্ট দিনগুলোতে ভর্তির আবেদন করতে পারবে শিক্ষার্থীরা। ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক আবু তালেব মো. মোয়াজ্জেম হোসেনও সারাবাংলাকে এমনটিই বলেছেন।
তিনি বলেছেন, পুনর্মূল্যায়নের পর অনেকে ফেল থেকে পাস হয়েছেন। অনেকের ফল বেড়েছে, তারা এখন ভর্তি হতে পারবে। এ ছাড়াও অনেকে ভর্তির আবেদন করেও ভর্তি হননি। এটি তাদের জন্য নতুন করে ভর্তির সুযোগ।
উল্লেখ্য, ২০২১ সালের ১৪ নভেম্বর এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়ে শেষ হয় ২৩ নভেম্বর। করোনার কারণে এ বছর সংক্ষিপ্ত সিলেবাসে এ পরীক্ষা নেওয়া হয় এই পরীক্ষা।
সব শিক্ষাবোর্ড মিলিয়ে এবার এসএসসিতে মোট পরীক্ষার্থী ছিল ২২ লাখ ৪০ হাজার ৩৯৫ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ২০ লাখ ৯৬ হাজার ৫৪৬ জন। পাসের হার ৯৩ দশমিক ৫৮। পরীক্ষার ফল প্রকাশিত হয় ২০২১ সালের ৩০ ডিসেম্বর।
এরপর ২০২২ সালের ৮ জানুয়ারি উচ্চ মাধ্যমিক বা একাদশ শ্রেণিতে শিক্ষার্থীদের অনলাইন ভর্তির আবেদন শুরু হয়। পরে ১০ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপে, ১৫ ফেব্রুয়ারি তৃতীয় ধাপে এবং ২৬ ফেব্রুয়ারি চতুর্থ ধাপে ভর্তির আবেদন নেওয়া হয়েছিল।
সারাবাংলা/টিএস/একে