Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে সরকার জনগণের সঙ্গে তামাশা করছে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ মার্চ ২০২২ ১৭:২৭ | আপডেট: ১৩ মার্চ ২০২২ ১৭:৪১

ঠাকুরগাঁও: বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দ্রব্যমূল্যের ঊর্দ্ধগতির জন্য এই সরকারের উদাসীনতা এবং চরম ব্যর্থতাই দায়ী। সরকার জনগণের সঙ্গে তামাশা করছে।

রোববার (১৩ মার্চ) সকালে তার নিজ বাসভবন ঠাকুরগাঁও কালীবাড়িতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

মানুষের পিঠ দেয়ালে ঠিকে গেছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘প্রতিটি নিত্যপ্রয়োজনীয় দ্রব্য চাল, ডাল, তেল, লবণ, চিনি থেকে শুরু করে সবকিছুর দাম বেড়েছে। মানুষ চাল, ডাল লবণ কিনতে পারছে না। হাসির কথা, উদ্ভট কথা বলে জনগণকে বিভ্রান্ত করছে, এই সরকার যেহেতু জনগণের দ্বারা নির্বাচিত নয়, জনগণের প্রতি তাদের দায়বদ্ধতা নেই।’ এসময় অবিলম্বে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান তিনি।

মির্জা ফখরুল আরও বলেন, ‘দুই-একজন মন্ত্রী ঠাকুরগাঁওয়ে এসে বলেছেন ব্যবসায়ীদের সঙ্গে বিএনপি জড়িত। আমি নিজেও কোনদিন ব্যবসা করি নাই। আর ব্যবসায়ীদের সঙ্গে সম্পর্ক? তাহলে ওনারা সরকারে আছেন কেন? এখনও যদি বিএনপি নিয়ন্ত্রণ করতে পারে, সরকারে কেন আছেন? This is resigned and hand over power to BNP. বিএনপি’র হাতে ক্ষমতা দিয়ে দেখেন নিয়ন্ত্রণ করতে পারছে কিনা?’

এই সরকার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে টিকে আছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘তারা বিচার ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। গোটা রাষ্ট্রযন্ত্রকে দলীয়করণ করে যারা জনগণের পক্ষে কথা বলছেন, তাদের কথা বলতে দেওয়া হচ্ছে না। যত ধরণের নিয়ন্ত্রণমূলক আইন তারা করছে। সংবাদকর্মীরা যেন কথা বলতে না পারেন, লিখতে না পারেন সেজন্য অনেক গুলো আইন তৈরী করেছেন। আইন সালিশ কেন্দ্রের তথ্য মতে ৬০০ সংবাদকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে, ২০০ জনকে গ্রেফতার করা হয়েছিল।’

বিজ্ঞাপন

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ প্রসঙ্গে বিএনপি’র মহাসচিব বলেন, ‘এই সরকার সবকিছুতে নতজানু পররাষ্ট্র নীতি পালন করছে। রোহিঙ্গারা ৫ বছর ধরে বাংলাদেশে শরণার্থী হয়ে আছে। তাদের ফেরার ব্যাপারে সরকার এখন পর্যন্ত কোন ইফেকটিভ ভূমিকা পালন করতে পারেনি।’

এর আগে, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা আখতার হোসেন রাজা চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে মারা যাওয়ার খবর শুনতে পেরে শোক প্রকাশ করেন মির্জা ফখরুল।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূর করিম, জেলা বিএনপি’র সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক ফয়সাল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, দফতর সম্পাদক মামুন উর রশীদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সারাবাংলা/এমও

জনগণ টপ নিউজ দ্রব্যমূল্যের ঊর্দ্ধগতি বিএনপি মির্জা ফখরুল

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর