Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাগেরহাটে চিংড়ি ঘের ব্যবসায়ীকে হত্যা, আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ মার্চ ২০২২ ১২:২৬ | আপডেট: ১৩ মার্চ ২০২২ ১৫:৩০

বাগেরহাট: বাগেরহাটের চিতলমারী উপজেলার খিলিগাতী গ্রামের এক মাছ চাষিকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (১৩ মার্চ) পুলিশ তার লাশ উদ্ধার করেছে।

নিহত শৈলেন্দ্র নাথ মণ্ডল (৬০) ওই গ্রামের মহেন্দ্র নাথ মণ্ডলের ছেলে। এ ঘটনায় জড়িত সন্দেহে একই এলাকার অপূর্ব হালদার (২৫) ও সুব্রত হালদার (৩২) নামে দুইজনকে আটক করেছে পুলিশ।

এলাকাবাসীর বরাত দিয়ে চিতলমারী থানার ওসি এইচ এম কামরুজ্জামান খান জানান, শৈলেন্দ্র নাথ মণ্ডল শনিবার বিকেলে তার চিংড়ি ঘেরের মাছ বিক্রি করেন। পরে ফের চিংড়ি ঘেরে যাওয়ার সময় আটককৃতরা তার পিছু নেন এবং তার কাছে মাছ বিক্রির টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকার করলে তার গলা কেটে চিংড়ি ঘেরে ফেলে রেখে যায়।

বাগেরহাটের পুলিশ সুপার জানান, দুইজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। পরে বিস্তারিত জানানো সম্ভব হবে।

সারাবাংলা/এএম

চিংড়ি ঘের টপ নিউজ বাগেরহাট হত্যা

বিজ্ঞাপন

জাজিরা থানার ওসির মরদেহ উদ্ধার
৯ জানুয়ারি ২০২৫ ২১:৫৯

৪২২ উপজেলায় ৩০ টাকায় মিলবে চাল 
৯ জানুয়ারি ২০২৫ ২১:২৯

আরো

সম্পর্কিত খবর