জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য এইচ এম জালাল আর নেই
১৩ মার্চ ২০২২ ১২:০৩ | আপডেট: ১৩ মার্চ ২০২২ ১২:৪০
ঢাকা: জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য, দৈনিক আমাদের কণ্ঠের বিশেষ প্রতিনিধি এইচ এম জালাল আহমেদ আর নেই।
রোববার (১৩ মার্চ) ভোর সাড়ে ৪টায় তিনি উত্তরার নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন যাবত ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি দুই ছেলে, এক মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও বহু গুণগ্রাহী রেখে গেছেন।
রোববার বাদ আসর জাতীয় প্রেস ক্লাবে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে বরগুনা জেলার পাথরঘাটা থানার কাকচিড়া গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
জাতীয় প্রেস ক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক ইলিয়াস খান এক বিবৃতিতে ক্লাব সদস্য এইচ এম জালাল আহমেদ এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। নেতারা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
সারাবাংলা/একে