Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাশিয়ার টার্গেট পশ্চিমা অস্ত্রের বহর

আন্তর্জাতিক ডেস্ক
১৩ মার্চ ২০২২ ১০:৫৪ | আপডেট: ১৩ মার্চ ২০২২ ১০:৫৬

ইউক্রেনে চলমান রুশ আগ্রাসনের মধ্যে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো অস্ত্রসহ নানান সুযোগ সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে এবং তাদের পাঠানো অস্ত্র ব্যবহার করে রুশ সেনাদের রুখে দিচ্ছে ইউক্রেনীয়রা।

তাই, এবার রুশ বাহিনীর টার্গেট হবে পশ্চিমাদের পাঠানো অস্ত্রের বহর। এ কথা জানিয়েছেন রাশিয়ার উপপরাষ্ট্রমন্ত্রী সার্গেই রায়াবকভ।

শনিবার (১২ মার্চ) রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে তিনি সতর্কবার্তা উচ্চারণ করে বলেন, অস্ত্র সরবরাহের ওইসব বহরে হামলা করার বৈধতা রাশিয়ার রয়েছে।

রুশ উপপররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ইউক্রেনের সেনাদের কাঁধে বহনযোগ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ট্যাংক ধ্বংস করার ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে পশ্চিমারা। এসব ছোট ছোট অস্ত্রের স্থানান্তরের পরিণতি সম্পর্কে তাদের সতর্ক করা হয়েছে। তবে ওয়াশিংটন এ সতর্কতা খুব একটা আমলে নেয়নি বলেই মনে হচ্ছে।

এ সময় সের্গেই রায়াবকভ জানান, ইউক্রেনের পরিস্থিতি নিয়ে মার্কিন প্রশাসনের সঙ্গে আলোচনা করছে না রাশিয়া।

সারাবাংলা/একেএম

ইউক্রেন যুদ্ধ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর