সৌদিতে ১ দিনে ৮১ জনের মৃত্যুদণ্ড কার্যকর
আন্তর্জাতিক ডেস্ক
১৩ মার্চ ২০২২ ১০:২৯
১৩ মার্চ ২০২২ ১০:২৯
সৌদি আরবে শনিবার (১২ মার্চ) মাত্র ২৪ ঘণ্টার মধ্যে ৮১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এদিন মৃত্যুদণ্ড পাওয়া ব্যক্তিদের মধ্যে ইয়েমেনের সাতজন ও সিরিয়ার একজন রয়েছেন।
আলজাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, এরমধ্যে নারী ও শিশুসহ নিরপরাধ মানুষকে হত্যা, বিদেশি সন্ত্রাসী সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার ও ‘বিপথগামী’ বিশ্বাসের জন্য বেশ কয়েকজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
সাম্প্রতিক সময়ে একদিনে এতজনের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা দেখা যায়নি সৌদি আরবে। দেশটিতে ২০১৬ সালে এক দিনে ৪৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছিল।
সারাবাংলা/এএম