Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতীয় পেঁয়াজ ২৫, দেশি পেঁয়াজ ৩০ টাকা কেজি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ মার্চ ২০২২ ২২:৪৭

দিনাজপুর: আমদানি ও সরবরাহ বাড়ায় দিনাজপুরের হিলিতে কমেছে পেঁয়াজের দাম। সপ্তাহের ব্যবধানে দেশি জাতের পেঁয়াজের দাম কেজিতে ২০ টাকা আর ভারতীয় আমদানি করা পেঁয়াজের দাম কমেছে কেজিতে ১২ থেকে ১৫ টাকা। আর এতে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে পাইকার ও সাধারণ ক্রেতাদের মাঝে।

শনিবার (১২ মার্চ) সন্ধ্যায় হিলি বাজার ঘুরে দেখা যায়, হিলি বাজারে ভারত থেকে আমদানি করা পেঁয়াজ কেজিতে ১২ থেকে ১৫ টাকা কমে বিক্রি হচ্ছে ২৫ থেকে ২৮ টাকা কেজি দরে। অন্যদিকে, দেশীয় জাতের পেঁয়াজ কেজিতে ২০ টাকা কমে ৫০ টাকার পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩০ টাকা কেজি দরে।

বিজ্ঞাপন

হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা মোবিনুল ইসলাম বলেন, ‘বাজারে এসে দেখি গত কয়েকদিনের থেকে পেঁয়াজের দাম অনেক কমেছে। ৫০ টাকার পেঁয়াজ চাচ্ছে ৩০ টাকা, ৪০ টাকা কেজির পেঁয়াজ চাচ্ছে ২৮ টাকা। দাম কমায় কিছুটা হলেও আমাদের জন্য ভালো।’

হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা কামরুল ইসলাম মিঠু হোসেন বলেন, ‘বাজারে পেঁয়াজের সরবরাহ বেড়েছে যে কারণে সপ্তাহের ব্যবধানে সব পেঁয়াজের দাম কমেছে। দাম কমার কারণে বেচা-কেনা ভালো হচ্ছে। আমরা আড়ৎ এবং বন্দরে কম দামে পেঁয়াজ কিনতে পারলে বাজারেও কম দামে বিক্রি করি।’

হিলি কাস্টমসের তথ্য অনুযায়ী, গত সপ্তাহে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে ১২৮ ট্রাকে ৩ হাজার ৩১৭ মেট্রিক টন পেয়াঁজ আমদানি হলেও পরের সপ্তাহে আমদানি হয়েছে ভারতীয় ২০৩ ট্রাকে ৫ হাজার ৭৪৬ মেট্রিক টন পেয়াঁজ। যা গত সপ্তাহের চেয়ে ২ হাজার ১২৯ টন বেশি।

সারাবাংলা/এমও

আমদানি টপ নিউজ দেশি পেঁয়াজ পেঁয়াজ ভারতীয় পেঁয়াজ হিলি বাজার

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর