Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নজরুল বিশ্ববিদ্যালয়ের হলে শিক্ষার্থীকে নির্যাতন, হাসপাতালে ভর্তি

জাককানইবি প্রতিনিধি
১২ মার্চ ২০২২ ২২:১১ | আপডেট: ১২ মার্চ ২০২২ ২২:৫৫

জাককানইবি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের এক নবীণ শিক্ষার্থী নির্যাতন ও র‍্যাগিংয়ের শিকার হয়েছেন। শনিবার (১২ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অগ্নিবীণা হলের ২০৪ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।

জানা যায়, অগ্নিবীণা হলের ২০৪ নম্বর কক্ষে এক শিক্ষার্থীকে নির্যাতন করেছে সিনিয়র তিন শিক্ষার্থী। র‍্যাগিংয়ের শিকার শিক্ষার্থী সাগর চন্দ্র দে ২০২০-২১ শিক্ষাবর্ষে সঙ্গীত বিভাগে ভর্তি হয়েছেন।

বিজ্ঞাপন

পরিচয় পর্বের নামে ডেকে অমানবিক নির্যাতন করা হয় বলে জানায় সাগরের সহপাঠীরা। এতে তাকে মাথা, গলাসহ শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর আঘাত করে রক্তাক্ত করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দফতরের পরিচালক তপন কুমার সরকার বলেন, ‘আহত শিক্ষার্থী সাগর বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। যেহেতু সে আহত অবস্থায় আছে, তাই বর্তমানে আমরা তার সুস্থতার দিকটি চিন্তা করছি। পরবর্তীতে হল প্রশাসন ও বিশ্ববিদ্যালয় প্রশাসন অবশ্যই তাদের মতো করে সিদ্ধান্ত নিবে।’

অগ্নিবীণা হল প্রভোস্ট কল্যানাংশু সাহার সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. উজ্জ্বল কুমার প্রধান বলেন, ‘নির্যাতনের শিকার শিক্ষার্থীর বন্ধু আমাদের বিষয়টি জানিয়েছে। সে যেহেতু মেডিকেলে আছে, আমাদের প্রক্টরিয়াল বডি তার খোঁজ নিচ্ছে এবং সেখানে যাচ্ছে। ওই শিক্ষার্থীর পক্ষ থেকে সুনির্দিষ্ট অভিযোগ পেলে আমরা সে অনুযায়ী ব্যবস্থা নেব।’

এর আগে, ছাত্রলীগের রাজনীতি না করায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীকে মানসিক ও শারীরিক নির্যাতনের ঘটনা ঘটেছিল। ওয়ালিদ নিহাদ নামেও ওই শিক্ষার্থীকে নির্যাতনের ঘটনায় চার শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাদের জন্য বরাদ্দ হলের সিটও বাতিল করা হয়েছে। তারা ৪ জনই ছাত্রলীগের নেতাকর্মী।

বিজ্ঞাপন

গত ২৭ ফেব্রুয়ারি দিবাগত রাতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ৩২৪ নম্বর কক্ষে নিহাদকে নির্যাতনের ঘটনা ঘটে। নির্যাতনের ঘটনা প্রকাশ না করার হুমকি দিয়ে তাকে বলা হয়, ‘বেশি কথা বললে ক্যাম্পাসে পড়াশোনা করতে পারবি না, আবরারের মতো মরবি।’

আরও পড়ুন: ‘ক্যাম্পাসে পড়াশোনা করতে পারবি না, আবরারের মতো মরবি’

সারাবাংলা/এমও

অগ্নিবীণা হল কাজী নজরুল বিশ্ববিদ্যালয় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় টপ নিউজ শিক্ষার্থীকে নির্যাতন হাসপাতালে ভর্তি

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর