Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১২ বছর পর হিলি স্থলবন্দর দিয়ে পাটবীজ আমদানি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ মার্চ ২০২২ ১৯:৫৯ | আপডেট: ১২ মার্চ ২০২২ ২০:০৩

দিনাজপুর: দীর্ঘ এক যুগেরও বেশি সময় বন্ধ থাকার পর আবারও হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পাটবীজ আমদানি শুরু হয়েছে। শনিবার (১২ মার্চ) ভারত থেকে পাটবীজবোঝাই একটি ট্রাক বন্দরে প্রবেশের মধ্যে দিয়ে আমদানি শুরু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন হিলি পানামা পোর্টের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক। হিলির আজিজুল ইসলাম রেন্টু নামের একজন আমদানিকারক এসব বীজ আমদানি করেছেন।

পাটবীজ আমদানিকারক আজিজুল ইসলাম রেন্টু বলেন, ‘দেশের চাহিদা মোতাবেক ভারত থেকে বিভিন্ন বীজ আমদানি করে থাকি। তবে দীর্ঘ সময় ধরে ভারত থেকে পাটবীজ আমদানি বন্ধ ছিলো। সর্বশেষ ২০০৮ সালের পর আর এই বন্দর দিয়ে পাটবীজ আমদানি হয়নি। দীর্ঘ এক যুগেরও বেশি সময় বন্ধের পর দেশে চাহিদা থাকায় হিলি স্থলবন্দর দিয়ে আজ থেকে আবারও পাটবীজ আমদানি শুরু করেছি। আমদানি করা এসব পাট বীজ ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হবে।’

হিলি কাস্টমসের রাজস কর্মকর্তা নুরুল আলম খাঁন বলেন, ‘দীর্ঘদিন পর এই বন্দর দিয়ে পাটবীজ আমদানি হয়েছে। আমদানি করা এসব পাটবীজ বন্দরের শেডে রাখা হয়েছে। পরীক্ষা-নিরীক্ষা শেষে আমদানিকারককে হস্তান্তর করা হবে।’

শুল্ক ছাড়াই এই বন্দর দিয়ে এসব পাটবীজ আমদানি হচ্ছে বলেও জানা গেছে।

হিলি কাস্টমসের তথ্যমতে, প্রথমদিন এই বন্দর দিয়ে ভারতীয় ৬টি ট্রাকে ১২৬ মেট্টিক টন পাটবীজ আমদানি হয়েছে।

সারাবাংলা/এমও

আমদানি পাটবীজ হিলি স্থলবন্দর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর