Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চিকিৎসক সেজে হাসপাতালে দশম শ্রেণির ছাত্র, পুলিশে সোপর্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ মার্চ ২০২২ ১৮:৪৪

বরিশাল: বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল থেকে মো. রাকিব নামে এক ভুয়া চিকিৎসককে আটক করে পুলিশে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। শনিবার (১২ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালের শিশু ওয়ার্ড থেকে তাকে আটক করা হয়।

আটক মো. রাকিব ঝালকাঠি শহরের পেট্রোল পাম্প এলাকার রফিকুল ইসলামের ছেলে। সে স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণির ছাত্র বলে জানা গেছে।

শেবাচিম হাসপাতালের সহকারী পরিচালক ডা. এস এম মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হাসপাতালের শিশু ওয়ার্ডে দায়িত্বরত স্টাফরা গলায় স্টেথোস্কোপ ও অ্যাপ্রোন পরে রাকিবকে হাঁটতে দেখে সন্দেহ করে। এরপর পরিচালকের রুমে নিয়ে জিজ্ঞাসাবাদে জানা যায়, রাকিব দশম শ্রেণির ছাত্র। পরে তাকে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশে সোপর্দ করে।

সারাবাংলা/এমও

ভুয়া চিকিৎসক শেবাচিম হাসপাতাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর