পার্ক থেকে ২টি কুমির উদ্ধার
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ মার্চ ২০২২ ১৮:২৫ | আপডেট: ১২ মার্চ ২০২২ ২২:৪৯
১২ মার্চ ২০২২ ১৮:২৫ | আপডেট: ১২ মার্চ ২০২২ ২২:৪৯
মোংলা: ‘সুন্দরবন রিসোর্ট’ নামের একটি পার্ক থেকে ২টি কুমির উদ্ধার করা হয়েছে। শনিবার (১২ মার্চ) দুপুরে কুমির ২টিকে সুন্দরবনের পর্যটন স্পট করমজলে এনে রাখা হয়েছে। তবে উদ্ধার হওয়া কুমির কি করা হবে সেই সিদ্ধান্ত নেয়নি বনবিভাগ।
সুন্দরবনের পর্যাটন স্পট ও কুমির প্রজনন কেন্দ্র করমজলের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার আজাদ কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১২ মার্চ) সকাল ১০টার দিকে বাগেরহাটের বারাকপুরে অবস্থিত সুন্দরবন রিসোর্টে অভিযান চালিয়ে বয়স্ক দু’টি কুমির উদ্ধার করা হয়েছে। কুমিরগুলো পালনের জন্য তাদের কোনো অনুমতি ছিলো না।
আজাদ কবির আরও জানান, শনিবার দুপুরে কুমির ২টিকে সুন্দরবনের পর্যটন স্পট করমজলে রাখা হয়েছে। উদ্ধার হওয়া কুমিরের বিষয়ে সিদ্ধান্ত ঊর্দ্ধতন কর্মকর্তারা নেবেন।
সারাবাংলা/এমও