Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরাজগঞ্জে মেয়েকে হত্যার পর বাবার আত্মহত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ মার্চ ২০২২ ১৬:৫৯ | আপডেট: ১২ মার্চ ২০২২ ১৯:১০

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মেয়েকে শ্বাসরোধে হত্যার পর আত্মহত্যা করেছেন এক বাবা। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শনিবার (১২ মার্চ) সকালে উপজেলার বাঙ্গালা ইউনিয়নের বিনায়েকপুর গ্রামে এ ঘটনা ঘটে। উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছে।

ওসি হুমায়ুন কবির বলেন, ‘বিনায়েকপুর গ্রামের মো. আব্দুর রশিদ মাস্টারের ছেলে সরকারি কর্মকর্তা মঞ্জুরুল হক রাজিব (৩৬) তার মেয়ে তানসিম খাতুন রাকাকে (৯) শ্বাসরোধে হত্যার পর আত্মহত্যা করেছেন বলে জানতে পেরেছি।’

তিনি জানান, রাজিব উপজেলার ধড়ইল ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের পরিদর্শক (ইন্সপেক্টর) হিসেবে কর্মরত ছিলেন। এবং তার মেয়ে রাকা স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। এছাড়া তার স্ত্রীও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতা করেন।

উল্লাপাড়া মডেল থানার ওসি বলেন, ‘আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি, সম্প্রতি রাজিব তার পারিবারিক কিছু বিষয় নিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। যার কারণে তিনি অস্বাভাবিক জীবন-যাপন করতেন। শনিবার সকালে রাজিবের বড় মেয়ে রাকা না কি ছোট মেয়েকে কোনো কারণে মারধর করে। এ কারণে রাজিব সকাল ৯টার দিকে বসতঘরের একটি কক্ষে নিজের মেয়েকে শ্বাসরোধে হত্যার পর একই কক্ষে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন।’

তিনি আরও বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের পর মৃত্যুর বিস্তারিত জানা যাবে।’

বিজ্ঞাপন

পাশাপাশি এ বিষয়ে তদন্ত হচ্ছে। এ ঘটনার পেছনে অন্য কোনো কারণ আছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ওসি হুমায়ুন।

সারাবাংলা/পিটিএম

বাবার আত্মহত্যা মেয়েকে হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর