মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ তরুণ নিহত
১২ মার্চ ২০২২ ১৫:২৫ | আপডেট: ১২ মার্চ ২০২২ ১৮:০৭
বরিশাল: বরিশাল-বাউফল আঞ্চলিক মহাসড়কের দুমকি উপজেলার চরগরদি এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। শনিবার (১২ মার্চ) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, বায়জিদ (১৫), হিরা হাওলাদার (২০) ও হাবিবুর রহমান (২৩)।
প্রত্যক্ষদর্শীরা জানান, পটুয়াখালী থেকে একটি মোটরসাইকেল ও একটি গ্যাসবোঝাই পিকআপভ্যান বাউফলের দিকে যাচ্ছিল। অপরদিকে বাউফল থেকে আরেকটি মোটরসাইকেল দুমকির উদ্দেশে আসছিল। পথিমধ্যে চরগরদী এলাকা অতিক্রমকালে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহীরা সড়কে ছিটকে পড়েন। এ সময় মোটরসাইকেলের পাশে থাকা পিকআপ চাপায় ঘটনাস্থলেই একজন নিহত হন। পরে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরও দুইজনের মৃত্যু হয়।
দুমকি থানার ওসি মো. সালাম বলেন, নিহত একজনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অন্য দুইজনের লাশ বরিশাল থেকে আনা হচ্ছে। এ ঘটনায় পিকআপভ্যানের চালক ও হেলপারকে গ্রেফতার করা হয়েছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সারাবাংলা/এএম