Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরগুনায় নিজ ঘর থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ মার্চ ২০২২ ১৪:৩৭ | আপডেট: ১২ মার্চ ২০২২ ১৬:৪৭

বরগুনা: বরগুনার বেতাগীতে নিজেদের শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ মার্চ) সকালে উপজেলার মোকামিয়া ইউনিয়নের জোয়ার করুণা এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- ওই এলাকার মনির হাওলাদারের ছেলে আসলাম হাওলাদার (২২) ও তার স্ত্রী তামান্না বেগম (১৮)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, একবছর আগে বাড়ির পাশের হিরু হাওলাদারের মেয়ে তামান্নার সঙ্গে আসলামের প্রেমের সম্পর্ক করে বিয়ে হয়। আসলামের বাবা ঢাকায় রডের মিলে কাজ করে। আসলাম তার মা এবং স্ত্রীকে নিয়ে বাড়িতে থাকতেন। বৃহস্পতিবার আসলামের মা পারভীন আক্তার তার বাবা বাড়ি বেড়াতে যান। শনিবার সকালে প্রতিবেশিরা আসলাম দম্পতির সাড়া শব্দ না পেয়ে তালা ভেঙে ঘরে প্রবেশ করে। এ সময় ঘরের দোতালায় তাদের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে তারা পুলিশে খবর দেয়।

নিহত তামান্নার মা জেসমিন আক্তার বলেন, এক বছর আগে প্রেমের সম্পর্কে জড়িয়ে আসলামের সাথে আমার মেয়ের বিয়ে হয়। এরপরে থেকে তাদের সঙ্গে আমাদের আর যোগাযোগ ছিল না।

ঘটনাস্থলে আসা বেতাগী থানা পুলিশের উপ-পরিদর্শক মো. শাখাওয়াত হোসেন বলেন, ঘটনাস্থলে এসে বাড়ির দোতলা থেকে তাদের ঝুলন্ত লাশ উদ্ধার করি। রহস্য উন্মোচনে সিআইডি টিম বিষয়টি তদন্ত করছেন।

বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর-বেতাগী সার্কেল) মো. মেহেদী হাচান বলেন, ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।

সারাবাংলা/এএম

টপ নিউজ লাশ উদ্ধার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর