কলকাতায় হোটেলে আগুন, বাংলাদেশি বৃদ্ধা নিহত
১২ মার্চ ২০২২ ১২:৪৬ | আপডেট: ১২ মার্চ ২০২২ ১৫:৪৩
ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশের রাজধানী কলকাতার একটি হোটেলে অগ্নিকাণ্ডে বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতের নাম সামিমাতুল আরস (৬০)। শনিবার (১২ মার্চ) ভোর শহরের ফ্রি স্কুল স্ট্রিটের রাহবার গেস্ট হাউজ নামের হোটেলটিতে এ অগ্নিকাণ্ড ঘটে।
ভারতের সংবাদমাধ্যমগুলো জানিয়েছেন, ওই হোটেলে আগুন লাগার পর সামিমাতুল আরসকে বের করা সম্ভব হয়নি। পরে তার দগ্ধ লাশ উদ্ধার করা হয়। এছাড়াও মইনুল হক (৩৫) নামে আরেক বাংলাদেশিকে অসুস্থ অবস্থায় এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এছাড়াও মেহাতাব আলম নামে অপর এক ভারতীয়কে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বাসিন্দা। মইনুল ও মেহতাব ধোঁয়ায় অসুস্থ হয়েছেন বলে জানা গেছে। ঘটনার সময় ওই হোটেলে ২৮ বাংলাদেশি ছিলেন, তারা সবাই চিকিৎসা নিতে দেশটিতে গিয়েছিলেন।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা। এতে হোটেলটির ১১টি ঘর পুড়ে গেছে। হোটেলের এক কর্মী জানান, হোটেলের দোতলার অভ্যর্থনা কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা পুরো হোটেলে ছড়িয়ে পড়ে। ফয়ার সার্ভিসের কর্মীরা তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
সারাবাংলা/এনএস