Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টিকটক বানাতে গড়াই রেলওয়ে ব্রিজে উঠে প্রাণ গেল স্কুলছাত্রের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ মার্চ ২০২২ ০৯:৫১ | আপডেট: ১২ মার্চ ২০২২ ১৪:৩১

কুষ্টিয়া: কুষ্টিয়ার গড়াই রেলওয়ে ব্রিজে টিকটক ভিডিও তৈরি করতে গিয়ে ট্রেনের ধাক্কায় ব্রিজ থেকে নদীতে পড়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। নিহতের নাম ছামি হোসেন (১৪)। শুক্রবার (১১ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার গড়াই নদীর ব্রিজের নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

কুমারখালী থানার ওসি কামরুজ্জামান তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত ছামি নন্দলালপুর ইউনিয়নের এলঙ্গীপাড়া গ্রামের হারুনের ছেলে। সে কুমারখালী এমএন হাইস্কুলের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।

বিজ্ঞাপন

স্থানীয়দের বরাত দিয়ে কুমারখালী ফায়ার সার্ভিসের সাব অফিসার মো. আব্দুল হালিম বলেন, শুক্রবার বিকাল পাঁচটার দিকে গড়াই নদীর রেলওয়ে ব্রিজের ওপর চার বন্ধু টিকটক ভিডিও তৈরি করতে যায়। এ সময় রাজশাহীগামী সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেন চলে আসলে তিনজন নিরাপদে চলে আসে। তবে ছামি হোসেন ট্রেনের ধাক্কায় গড়াই নদীতে পড়ে যায়। পরে কুমারখালী থানায় খবর দেওয়া হলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা তার লাশ উদ্ধার করে।

সারাবাংলা/এএম

কুষ্টিয়া গড়াই ব্রিজ টিকটক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর