Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাশিয়াকে ফের সমর্থন জানাল ভেনিজুয়েলা

আন্তর্জাতিক ডেস্ক
১১ মার্চ ২০২২ ২২:২৩

ভেনিজুয়েলার ভাইস-প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগুয়েজ

তুরস্কে মস্কো ও কিয়েভের মধ্যে যখন উচ্চ পর্যায়ের আলোচনা চলছে, ঠিক তখন রাশিয়ার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন ভেনিজুয়েলার ভাইস-প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগুয়েজ। বৃহস্পতিবার (১০ মার্চ) রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠকে তিনি এ সমর্থনের কথা জানান। বৈঠকে তারা দুই দেশের কৌশলগত মিত্রতার সম্পর্কের পাশাপাশি চলমান ‘জটিল’ বৈশ্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, ডেলসি তার টুইটার থেকে ল্যাবরভের সঙ্গে বৈঠক এবং রাশিয়ার প্রতি সমর্থনের কথা জানিয়েছেন। এর আগে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকেই ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকেই সমর্থন জানিয়ে আসছেন।

বিজ্ঞাপন

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন ইস্যুতে পাঁচ দিন আগেই যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা দেখা করেছেন নিকোলাস মাদুরোর সঙ্গে। তারা এর আগের এক চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্রে তেল সরবরাহের জন্য ভেনিজুয়েলার প্রতি আহ্বান জানান। এর পাঁচ দিন পরই ল্যাভরভ বৈঠক করলেন ডেলসি রদ্রিগুয়েজের সঙ্গে।

আরও পড়ুন- পুতিন ও জেলেনস্কির বৈঠকের ইঙ্গিত দিল রাশিয়া

রদ্রিগুয়েজ তার টুইটে বলছেন, আমাদের ভালো বন্ধু সের্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠক করেছি। আমাদের দ্বিপাক্ষিক যে কৌশলগত সম্পর্ক রয়েছে, সেগুলো পর্যালোচনা করেছি। একইসঙ্গে আন্তর্জাতিক প্রেক্ষাপট নিয়েও আলোচনা করেছি।

তিনি আরও বলেন, শান্তির জন্য ভারসাম্য বজায় রাখার উপায় হিসেবে ভেনিজুয়েলা রাষ্ট্রের সার্বভৌমত্বের সমতার নীতিতে বিশ্বাসী। আমরা সেটিই পুনর্ব্যক্ত করছি।

বিজ্ঞাপন

ভেনিজুয়েলায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূত সের্গেই মেলিক-বাগদাসারভ জানিয়েছেন, তুরস্কের আনতালিয়ায় এই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে ভেনিজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ফেলিক্স প্লাসেনসিয়া ও তুরস্কের উচ্চ পর্যায়ের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এই বৈঠক সম্পর্কে অবশ্য মেলিক-বাগদাসারভ আর কোনো তথ্য জানানি। ভেনিজুয়েলার যোগাযোগ ও তথ্য মন্ত্রণালয়ও এ বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি।

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার পর থেকেই ভেনিজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো রাশিয়াকে সমর্থন দিয়ে আসছেন। তিনি ইউক্রেনকে ঘিরে চলমান সংকটের পেছনে ন্যাটো ও যুক্তরাষ্ট্রকে দায়ী করে আসছেন। মাদুরো বলছেন, ২০১৪ সালে ডনবাস্ক এলাকায় পূর্ব ইউক্রেনে রাশিয়াপন্থি ‘বিচ্ছিন্নতাবাদী’ এবং কিয়েভ সরকারের মধ্যে মিনস্ক চুক্তি হলেও সেই চুক্তিতে অগ্রাহ্য করেছে ন্যাটো ও যুক্তরাষ্ট্র।

রাশিয়ার মিত্র দেশ ভেনিজুয়েলা রুশ-ইউক্রেন সংকটে কূটনৈতিক তৎপরতার দিক থেকেও বেশ সক্রিয়। দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্লাসেনিয়া বর্তমানে তুরস্ক সফরে রয়েছেন। তুরস্কে শুক্র থেকে রোববার পর্যন্ত তিন দিনব্যাপী এক কূটনৈতিক ফোরামে তিনি অংশ নেবেন বলে জানিয়েছে ভেনিজুয়েলার পররাষ্ট্র মন্ত্রণালয়।

সারাবাংলা/টিআর

টপ নিউজ ডেলসি রদ্রিগুয়েজ নিকোলাস মাদুরো ভেনিজুয়েলার সমর্থন রুশ-ইউক্রেন সংকট সের্গেই ল্যাভরভ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর