Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রামপালে আটকে পড়া কুমির উদ্ধার

লোকাল করেসপন্ডেন্ট
১১ মার্চ ২০২২ ২২:১১

উদ্ধার করা কুমির, ছবি: সারাবাংলা

মোংলা (বাগেরহাট): জেলার রামপাল উপজেলায় আটকে পড়া নোনা পানির একটি কুমির উদ্ধার করেছে বন বিভাগ। উপজেলার ভাগা গ্রাম থেকে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের বনরক্ষীরা কুমিরটিকে উদ্ধার করেন।

শুক্রবার (১১ মার্চ) বিকালে বন,পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে উপমন্ত্রী বেগম হাবিবুন নাহানের ফোন পেয়ে ওই কুমিরকে উদ্ধার করতে যান স্থানীয় বন বিভাগের কর্মীরা। করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

জানা গেছে, জোয়ার ভাটার সময় কুমিরটি পানির স্রোতে ভাগা গ্রামের বরগুনা খালে চলে যায়। পরে পানি নেমে গেলে ওই খালেই আটকা পড়ে কুমিরটি। পরে স্থানীয় বাসিন্দা আজিজুল ইসলাম (৪০) কুমিরটিকে দেখে আটক করেন। এরপর স্থানীয় সংসদ সদস্য ও উপমন্ত্রী বেগম হাবিবুন নাহারকে ফোন করেন তিনি। সব শুনে উপমন্ত্রী সঙ্গে সঙ্গে স্থানীয় কর্মকর্তাকে ফোন দিলে বনরক্ষীরা গিয়ে কুমিরটিকে উদ্ধার করে।

এ বিষয়ে হাওলাদার আজাদ কবির জানান, শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার আমাকে ফোন করে বিষয়টি জানালে সঙ্গে সঙ্গে বনরক্ষীদের নিয়ে রামপাল উপজেলার ভাগা গ্রাম থেকে আটকে পড়া কুমিরটি উদ্ধার করি। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে সংলগ্ন একটি খালে কুমিরটিকে ছেড়ে দেওয়া হয়।

উদ্ধার করা কুমিরটি ৪ ফুট লম্বা, বয়স আনুমানিক ৭ বছর হবে। বন্যপ্রাণী উদ্ধার ও রক্ষা করা, লালন-পালন এবং সংরক্ষণ করাই আমাদের কাজ। ভবিষ্যতেও এ ধরনের উদ্ধার কাজ অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন হাওলাদার আজাদ কবির।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনএস

কুমির উদ্ধার রামপাল

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর