টঙ্গীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ মার্চ ২০২২ ২১:৩২ | আপডেট: ১১ মার্চ ২০২২ ২১:৩৭
১১ মার্চ ২০২২ ২১:৩২ | আপডেট: ১১ মার্চ ২০২২ ২১:৩৭
টঙ্গী: জেলার টঙ্গীতে একটি কাভার্ডভ্যানের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতের নাম মাহফুজুর রহমান রবিন (২৬)।
স্থানীয়রা জানায়, শুক্রবার (১১ মার্চ) দুপুরে উত্তরার বিবিএস ক্যাবল কারখানা থেকে গাজীপুরের মীরেরবাজার যাচ্ছিলেন রবিন। এসময় টঙ্গীর টিএন্ডটি বাজার এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়।
পরে স্থানীয়রা রবিনকে উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাসুদ জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সারাবাংলা/এমও