Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গোসল করতে নেমে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ মার্চ ২০২২ ২১:১৩

প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে পুকুরে ডুবে ফয়সাল (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ মার্চ) দুপুরে পৌরসভার পোলাডাঙ্গা গ্রামের আরামবাগ এলাকায় একটি পুকুরে গোসল করতে গিয়ে ডুবে মারা যায় ফয়সাল।

নিহত ফয়সাল পোলাডাঙ্গা গ্রামের আমিনুল ইসলামের ছেলে।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, দুপুর ১২টার দিকে আরামবাগ এলাকার একটি পুকুরে গোসল করতে নামে শিশু ফয়সাল। দীর্ঘক্ষণ ডুব দিয়ে না উঠায়, পরে স্থানীয়রা খোঁজাখুজি করে শিশুটিকে উদ্ধার করে। পরে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের করা হয়েছে বলেও জানিয়েছেন ওসি।

সারাবাংলা/এমও

গোসল শিশুর মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর