Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজবাড়ীতে ‘মীর্জা ফুডপার্কে’র যাত্রা শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ মার্চ ২০২২ ২১:০২

রাজবাড়ী: রাজবাড়ীতে যাত্রা শুরু করলো খাদ্যপণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘মীর্জা ফুডপার্ক প্রাইভেট লিমিটেড’। শুক্রবার (১০ মার্চ) সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের মুছিদহ গ্রামে মিলাদ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয়।

এসময় মীর্জা ফুডপার্ক প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও বসন্তপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মীর্জা বদিউজ্জামান বাবু, শামছুল আলম বাবলু, বসন্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজবাড়ী জেলা পরিষদের সদস্য মীর্জা ফরিদুজ্জামান হাবিবুলসহ স্থানীয় গণ্যমান্যরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মীর্জা বদিউজ্জামান বাবু জানান, তাদের প্রতিষ্ঠানে স্বাস্থ্যসম্মত উপায়ে সবপ্রকার বেকারি ও ফাস্টফুড খাদ্যপণ্য উৎপাদন করা হবে। প্রথম অবস্থায় রাজবাড়ী ও ফরিদপুরসহ আশেপাশের জেলাগুলোতে পণ্যগুলো বাজারজাত করা হবে।

পর্যায়ক্রমে খাদ্যপণ্য সারাদেশে বাজারজাত করার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

সারাবাংলা/এমও

মীর্জা ফুডপার্ক রাজবাড়ী

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর