হাজারীবাগে বাথরুম থেকে শিশুর লাশ উদ্ধার
১১ মার্চ ২০২২ ১৬:২৫ | আপডেট: ১১ মার্চ ২০২২ ১৬:৩৩
ঢাকা: রাজধানীর হাজারীবাগের একটি বাসার বাথরুমে তানভীরুল ইসলাম সৈকত (১০) নামে এক শিশুর অস্বাভাবিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (১১ মার্চ) দুপুর ১টার দিকে ৮১ নং গজমহল রোডের বাসার নিচ তলায় এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক বেলা পৌনে ২টার দিকে শিশুটিকে মৃত ঘোষণা করেন।
সৈকতের বড় ভাই কাউসার পারভেজ সাগর জানান, তাদের বাড়ি চট্টগ্রাম মিরসরাই উপজেলার কচুয়া গ্রামে। বাবার নাম জসিম উদ্দিন। বর্তমানে হাজারীবাগ গজমহল এলাকার বাসায় ভাড়া থাকে। দুই ভাই ও এক বোনের মধ্যে সবার ছোট ছেলে ছিল সৈকত। রায়েরবাজার হাই স্কুলের ৬ষ্ঠ শ্রেণিতে পড়তো সে।
সাগর আরও জানান, দুপুরে সবাই বাসায় ছিল। এসময় বাথরুমে গোসল করতে যায় সৈকত। অনেক সময় পার হয়ে গেলেও সে বাথরুম থেকে বের না হওয়ায় তাদের সন্দেহ হয়। অনেক ডাকাডাকি করেও সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। তখন দরজা ভেঙে ভেতরে কাপড় রাখার হ্যাঙ্গারের সঙ্গে গলায় গামছা পেঁচানো অবস্থায় দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে গেলে সে মারা যায়।
তবে কি কারণে সৈকত গলায় ফাঁস দিতে পারে সে বিষয়ে কিছু জানাতে পারেননি স্বজনরা।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। শিশুটি বাথরুমের ভেতর গলায় ফাঁস দিয়েছে বলে পরিবারের লোকজন জানিয়েছে।
সারাবাংলা/এসএসআর/এমও