বাংলাদেশ থেকে আলু নিতে আগ্রহী শ্রীলঙ্কা
১১ মার্চ ২০২২ ১৫:৩৬ | আপডেট: ১১ মার্চ ২০২২ ২৩:০০
ঢাকা: বাংলাদেশ থেকে আলু নিতে আগ্রহ প্রকাশ করেছে শ্রীলঙ্কা। কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাকের সঙ্গে বৈঠকে দেশটির কৃষিমন্ত্রী মিথালাওয়ে মাহিনদানার আলুথগামেজ এ আগ্রহের কথা জানান। এসময় শ্রীলঙ্কার নারকেল গবেষণা কেন্দ্রের সঙ্গে পারস্পরিক সহায়তা বাড়ানোর তাগিদ দেন বাংলাদেশের কৃষিমন্ত্রী।
শুক্রবার (১১ মার্চ) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) ৩৬তম এশিয়া-প্যাসিফিক আঞ্চলিক সম্মেলনের সমাপনী দিনের সেশন শুরুর আগে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাকের সঙ্গে বৈঠক করেন শ্রীলংকার কৃষিমন্ত্রী।
বাংলাদেশের সঙ্গে কৃষি খাতে সহযোগিতার জন্য শ্রীলঙ্কার দুইটি সমঝোতা স্মারক রয়েছে। বৈঠকে এ সমঝোতা স্মারক বাস্তবায়নে অ্যাকশন প্ল্যান গ্রহণে সম্মত হন দুই মন্ত্রী।
শ্রীলঙ্কার কৃষিমন্ত্রী বাংলাদেশে চা ও দারুচিনি রফতানি করে, বার্টার পদ্ধতিতে বাংলাদেশের আলু নেওয়ার আগ্রহ প্রকাশ করেন। তিনি জানান, চীনের সঙ্গে তাদের বার্টার সিস্টেম চালু আছে। বাংলাদেশ বার্টার সিস্টেমের সম্ভাবনা বিবেচনা করে দেখবে বলে জানান কৃষিমন্ত্রী ড. রাজ্জাক।
সারাবাংলা/ইএইচটি/টিআর
আলু রফতানি এফএও সম্মেলন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক টপ নিউজ শ্রীলঙ্কার কৃষিমন্ত্রী