Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেপরোয়া মোটরসাইকেল থেকে ছিটকে একজনের মৃত্যু, আরেকজন হাসপাতালে

সিনিয়র করেসপন্ডেন্ট
১১ মার্চ ২০২২ ১০:১৮ | আপডেট: ১১ মার্চ ২০২২ ১৬:২১

ঢাকা: রাজধানীর বনানীতে বেপরোয়া গতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারালে এতে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়েছে। অপর একজন আরোহীকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে বনানী বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস) এর সামনে দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলে মারা যায় আমিনুল হক (২৫)। আহত সুমন মিয়াকে (৩৫) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তারা দুজন একটি মোটরসাইকেলে করে মহাখালী আমতলী থেকে মহাখালী বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিল। তাদের মোটরসাইকেল গতি ছিল বেপরোয়া। কলেজটির সামনে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লাগে। এতে দুজন ছিটকে পড়ে যান এবং ঘটনাস্থলেই মারা যান আমিনুল। আর আহত সুমনকে উদ্ধার করে রাতেই ঢাকা মেডিকেল নিয়ে ভর্তি করা হয়েছে। তাদের বহনকারী মোটরসাইকেলটি জব্দ করে থানায় রাখা হয়েছে।

নিহত আমিনুলের বাবার নাম কাজী আলিমুল হক। তাদের দুজনের বাসা মহাখালী স্কুল রোডে। পেশায় তেমন কিছুই করত না আমিনুল। আর আহত সুমন গুলশান-২ এ হকারি করতেন।

মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এসএসআর/একে

টপ নিউজ দুর্ঘটনা মোটরসাইকেল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর