‘সরকার উন্নয়নবান্ধব, দেশ ২০৪১ সালের মধ্যে উন্নত হবে’
১০ মার্চ ২০২২ ২০:৩৩ | আপডেট: ১১ মার্চ ২০২২ ০০:২৪
নারায়ণগঞ্জ: আওয়ামী লীগ সরকারকে ‘উন্নয়নবান্ধব সরকার’ বলে অভিহিত করেছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক।
তিনি বলেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত হবে। এ লক্ষ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার কাজ করে যাচ্ছে। আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের আমলে দেশের সব ক্ষেত্রে ব্যাপক উন্নয়নমূলক কাজ হয়েছে। অতীতে কোনো সরকারের আমলে এত উন্নয়ন হয়নি।
বৃহস্পতিবার (১০ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া এলাকায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সমন্বয় কমিটির মাসিক সভা এবং জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২২ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া ও আলোচনা সভায় প্রধান অতিখির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দেশ ও জাতির প্রতি সেবার মনোভাব নিয়ে নিজ নিজ কর্তব্য পালনের আহ্বান জানিয়ে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেন, দেশ আমাদের-আপনাদের সবার। এই দেশ উন্নত হবে। তখন আপনারই মা-বাবা, ভাই-বোন যারা, তারা এবং আপনার ভবিষ্যৎ বংশধর সুন্দরভাবে বাঁচতে পারবে। এই কথা মনে রেখে দেশ ও জাতির প্রতি সেবার মনোভাব নিয়ে নিজের দায়িত্ব-কর্তব্য পালন করতে হবে। দেশকে ভালোবাসতে হবে। মানুষকে ভালোবাসতে হবে। মানুষের জন্য কাজ করতে হবে।
বস্ত্র ও পাটমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার উন্নয়নবান্ধব সরকার। এই সরকারের সময় দেশে ব্যাপক উন্নয়ন হচ্ছে। দেশের মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করে যাচ্ছেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার।
রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ নুসরাত জাহান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাছ, কাঞ্চন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ জাহেদ আলী, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন ভুঁইয়া, গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান তুহিনসহ অন্যরা।
এদিকে, বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভা ও ভোলাবো ইউনিয়নের চাঁন টেক্সটাইল-ছনপাড়া সড়ক উন্নয়ন কাজ পরিদর্শন করেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক। পরে ভোলাবো ইউনিয়নের পূবেরগাঁও এলাকায় পথসভায় যোগ দেন তিনি। এসময় স্থানীয় জনপ্রতিনিধি, আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সারাবাংলা/টিআর