Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পশ্চিমাদের নিষেধাজ্ঞা ‘বুমেরাং’ হবে: পুতিন

আন্তর্জাতিক ডেস্ক
১১ মার্চ ২০২২ ০০:২০ | আপডেট: ১১ মার্চ ২০২২ ১৬:২১

রাশিয়ার বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞাগুলো পশ্চিমাদের জন্য বুমেরাং হয়ে উঠবে বলে মনে করেন সেদেশের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি মনে করেন, খাদ্যপণ্য এবং জ্বালানির দাম বেড়ে গিয়ে তা (নিষেধাজ্ঞা) পশ্চিমা দেশগুলোকে বিপদে ফেলবে। বৃহস্পতিবার (১০ মার্চ) মস্কোতে এক সরকারি বৈঠকে পশ্চিমাদের নিষেধাজ্ঞার ব্যাপারে রুশ প্রেসিডেন্ট তার মত প্রকাশ করেন।

পুতিন জানান, নিষেধাজ্ঞার মাধ্যমে রাশিয়া তার ঘাটতি কাটিয়ে আরও শক্তিশালী হয়ে উঠবে। তিনি বলেন, ‘কিছু সমস্যা, কিছু প্রশ্ন রয়েছে—কিন্তু অতীতে এসব সমস্যা আমরা কাটিয়ে উঠেছি, আমরা এবারও সেগুলো কাটিয়ে উঠব। শেষ পর্যন্ত, এটি (নিষেধাজ্ঞা) আমাদের স্বাধীনতা, স্বয়ংসম্পূর্ণতা বৃদ্ধি করবে।’

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে পুতিন বলেন, ‘রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানি নিষিদ্ধ করেছে আমেরিকা। এতে সেদেশে জ্বালানির দাম বেড়েছে, মুদ্রাস্ফীতি ঐতিহাসিক উচ্চতা স্পর্শ করেছে। তারা তাদের নিজেদের ভুলের ফল আমাদের উপর চাপানোর চেষ্টা করছে।’

জ্বালানি ও খাদ্যপণ্যের দর বৃদ্ধিতে রাশিয়াকে কেউ দোষারোপ করতে পারবে না উল্লেখ করে পুতিন বলেন, ‘এটি (দর বৃদ্ধি) নিয়ে আমাদের একেবারেই কিছু করার নেই।’

গত ২৪ ফেব্রুয়ারি প্রতিবেশী ইউক্রেনে হামলা চালানোর পর রাশিয়ার উপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করছে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন পশ্চিমা বিশ্ব। চলতি সপ্তাহে রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানির উপরও নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন।

সারাবাংলা/আইই

ইউক্রেন টপ নিউজ ভ্লাদিমির পুতিন রাশিয়া

বিজ্ঞাপন

টি-২০তে সবার আগে ৮ হাজারে তামিম
৯ জানুয়ারি ২০২৫ ১৫:৪৩

আরো

সম্পর্কিত খবর