Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পণ্যের দাম কমানোর দাবিতে বরিশালে বিক্ষোভ-সমাবেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ মার্চ ২০২২ ২৩:০৭

বরিশাল: চাল, ডাল, তেল, চিনি, পেঁয়াজ, আটা-ময়দা, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর দাবিতে বরিশালে বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগ জেলা কমিটির ব্যানারে বৃহস্পতিবার বেলা ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সংগঠনের জেলা কমিটির সম্পাদক অধ্যাপক মো. জলিলুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক নৃপেন্দ্র নাথ বাড়ৈ, বাংলাদেশ কৃষক খেত মজুর সমিতির কেন্দ্রীয় সদস্য হারুন-অর রশিদ, আজিজুর রহমান খোকন প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির সকল রেকর্ড ভেঙে ফেলেছে। দফায় দফায় চাল, ডাল, তেল, চিনি ও গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। এতে জনগণের নাভিশ্বাস উঠছে। অতিদ্রুত সকল ধরনের পণ্যের দাম কমাতে হবে। দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য দায়ী সিন্ডিকেট ব্যবসায়ীদের বিচারের আওতায় আনার দাবি জানান তারা।

সারাবাংলা/একে

নিত্য পণ্য পণ্যের দাম বরিশাল

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর