Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১০ স্বনির্ভর নারীকে সম্মাননা দিল কারিতাস

সারাবাংলা ডেস্ক
১০ মার্চ ২০২২ ২১:২৭

চট্টগ্রাম ব্যুরো: আন্তর্জাতিক নারী দিবস ১০ জন স্বনির্ভর নারীকে সম্মাননা দিয়েছে বেসরকারি উন্নয়ন সংগঠন কারিতাস ও বাংলা-জার্মান সম্প্রীতি (বিজিএস)।

বৃহস্পতিবার (১০ মার্চ) সকালে চট্টগ্রাম শিশু একাডেমি মিলনায়তনে এ আয়োজনে চট্টগ্রামের মহিলা বিষয়ক অধিদফতরের উপ পরিচালক মাধবী বড়ুয়া প্রধান অতিথি ছিলেন।

মাধবী বড়ুয়া বলেন, ‘নারীরা আজ দৃঢ় মনোবল নিয়ে এগিয়ে যাচ্ছেন। পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক বিভিন্ন ক্ষেত্রে নারীর অবদান এখন আর অস্বীকার করার উপায় নেই।’

বিজিএস কর্মকর্তা দীপক মণ্ডলের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন কারিতাস চট্টগ্রামের কর্মসূচি কর্মকর্তা ড্যানিয়েল ছিপু গোমেজ, কারিতাসের আশ্বাস প্রকল্পের সমন্বয়কারী শ্যামল মজুমদার, উন্নয়ন সংগঠন স্বপ্নীল ব্রাইট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোহাম্মদ আলী সিকদার, বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির লিগ্যাল কাউন্সিলর আছিয়া বেগম শোভা, উন্নয়ন সংগঠন বিটার প্রশিক্ষণ কর্মকর্তা সীমা শর্মা, আশ্বাস প্রকল্পের সাইকোসোশ্যাল কাউন্সেলর সাবিনা ইয়াসমিন, সাবরিনা খানম লায়লা, প্রকল্পের প্রশাসনিক কর্মকর্তা ছিদ্দিক আজাদ।

অনুষ্ঠানে জানানো হয়, সুইজারল্যান্ডের অর্থায়নে উইনরক ইন্টারন্যাশনাল পরিচালিত ‘আশ্বাস’ প্রকল্পের আওতায় তাদের এ সম্মাননা দেওয়া হয়। কারিতাস ও বিজিএস যৌথভাবে প্রকল্পটি বাস্তবায়ন করছে। প্রকল্পের আওতায় পাচারের হাত থেকে ফিরে আসা নারী ও পুরুষদের কাউন্সেলিং, চিকিৎসা, আইনি সহায়তার পাশাপাশি দক্ষতা উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া হয়।

সারাবাংলা/আরডি/টিআর

কারিতাস নারীদের সম্মাননা বাংলা-জার্মান সম্প্রীতি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর